ও বাল্লে বাল্লে গানে নাচ সলমনের, ‘ওঁর ৫৭ বছর বয়স কেউ বলবে!’ মন্তব্য ভক্তদের
সলমন খান অভিনীত কিসি কা ভাই কিসি কি জান ছবির নতুন গান ও বাল্লে বাল্লে মুক্তি পেল। এই গানে তাঁর নাচের স্টেপ সকলের নজর কেড়েছে। বলা যায় এই পাঞ্জাবি গানের সুরে তিনি একপ্রকার বাজিমাত করেছেন। জাস্সি গিল, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পালক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, প্রমুখের সঙ্গে তাঁকে এই গানে নাচতে দেখা গিয়েছে।
ও বাল্লে বাল্লে গানে সলমন তাঁর কেরিয়ারের সেরা নাচটা করেছেন বলেই দাবি নেটিজেনদের। তাঁকে এই গানে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে, সঙ্গে লম্বা চুল এবং সানগ্লাস। এই গানেই জাস্সি গিল, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পালক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, প্রমুখের লাভ স্টোরির আভাসও পাওয়া গিয়েছে। ও বাল্লে বাল্লের একটি দৃশ্যে অভিনেতাকে তাঁর জনপ্রিয় তোয়ালে স্টেপ করতেও দেখা যায়। কিন্তু যখন সবাই তাঁকে ব্যঙ্গ করেন তখন তিনি নাচ থামিয়ে একদম নতুন স্টেপ করেন। এই গানে নতুন একাধিক হুকাপ স্টেপ করে দেখান তিনি।
সুখবির এই গানটি গেয়েছেন এবং একই সঙ্গে কম্পোজ করেছেন। গানটি লিখেছেন কুমার। জনি মাস্টার এই গানের নাচ কোরিওগ্রাফ করেছেন। এটি একটি দুর্দান্ত এনার্জেটিক নাচের গান। পাঞ্জাবি বিটের সঙ্গে মডার্ন সঙ্গীতের সুরের দারুণ মিশেল বানানো হয়েছে এই গানে। ইউটিউবে মুক্তি পাওয়ার পর সেখানে এক ব্যক্তি কমেন্ট করেন, ‘বিশ্বাস করতে পারছি না এই মানুষটার বয়স ৫৭! ওঁর সোয়্যাগের কোনও তুলনাই হয় না। আরেক ব্যক্তি লেখেন, ‘যাঁরা বলেন সলমন নাচ করতে পারেন না এটা তাঁদের জন্য যোগ্য জবাব।’ তবে এই সমস্ত কমেন্টের ভিড়ে এক ব্যক্তি লেখেন, ‘রিমেক গানের বাজারে সলমন সবসময় অরিজিন্যাল গান নিয়ে আসে।’
ইতিমধ্যেই এই ছবির বিল্লি বিল্লি, জি রহে থে হাম, ইয়েন্তাম্মা, নাইয়ো লাগদা, ইত্যাদি মুক্তি পেয়ে গিয়েছে। এই ছবিতে ভাইজানের বিপরীতে পূজা হেগড়েকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here