‘ও দিকে আমাদের ডাগআউট নয়’, পূজারাকে আউট করে সেলিব্রেশনে মত্ত মোহিতকে কোন মতে থামালেন সরফরাজ
ভারতীয় দলের জার্সিতে টানা ব্যর্থতার পর, এ বার নিজের রাজ্যের হয়েও চূড়ান্ত ব্যর্থ চেতেশ্বর পূজারা। রঞ্জিতে মুম্বইয়ের বিরুদ্ধে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে শূন্যতে আউট হলেন পূজারা। আর সৌরাষ্ট্র আলআউট হল ২২০ রানে।
আইপিএলে দল পাননি পূজারা। বাদ পড়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে। তার পরেও তাঁর নিজেকে প্রমাণ করার এতটুকু তাগিদ নেই। রঞ্জিতেও তাঁর সঙ্গী একরাশ হতাশা আর ব্যর্থতা। যেখানে অজিঙ্কা রাহানে রঞ্জিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে রয়েছেন, সেখানে পূজারার সে রকম কোনও উদ্যোগই চোখে পড়েনি। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ বল খেলে মোহিত অবস্তির বলে এলবিডব্লু হন পূজারা। আর পূজারাকে শূন্যতে প্যাভিলিয়নে ফিরিয়ে উচ্ছ্বাসে ভাসেন মুম্বইয়ের তরুণ।
মোহিত সেলিব্রেশনে এতটাই মত্ত ছিলেন, কোনও দিকে দৃষ্টিপাত না করেই সোজা দৌড় লাগিয়েছিলেন বিপক্ষের ডাগআউট মানে সৌরাষ্ট্রের ডাগআউটের দিকে। তাঁকে কোনও মতে থামান সরফরাজ খান। যিনি সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জির ম্যাচে ২৭৫ করে নজর কেড়েছেন। মোহিতকে থামিয়ে সরফরাজ বলেন, ‘উধার আপনা ডাগআউট নেহি হ্যায়’। অর্থাৎ ‘ওদিকে আমাদের ডাগআউট নয়।’ তবে একটা সময়ে ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে আউট করার পর, এমন উচ্ছ্বাসে ভাসাটাই তো স্বাভাবিক ছিল মোহিতের।
যাইহোক মোহিত এবং শামস মুলানি সৌরাষ্ট্রের ব্যাটিং লাইন আপকে একেবারে গুড়িয়ে দেন। ৪টি করে উইকেট নিয়েছেন তাঁরা। ২২০ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে মুম্বই রানের পাহাড় গড়ে। ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রানে তারা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে ল্যাজেগোবরে হয়ে চাপে পড়ে যায় সৌরাষ্ট্র।
For all the latest Sports News Click Here