‘ও আগের মতোই ১৪৫ কিমি বেগেও সুইং করাচ্ছে’, KKR তারকার প্রত্যাবর্তনে মুগ্ধ ভাজ্জি
এ বার আইপিএলে ফাস্ট বোলাররা দুরন্ত ছন্দে ছিলেন। তাদের কাছে এটি আরও একটি স্মরণীয় মরশুম ছিল। দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা হয়তো সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের মধ্যে যথাক্রমে এক এবং দুইয়ে রয়েছেন। তবে পেসাররাও কিন্তু খুব বেশি পিছিয়ে ছিলেন না। উমরান মালিক এই বছরের আইপিএলে সবচেয়ে বড় চমক। মহসিন খান, মুকেশ চৌধুরীরাও মুগ্ধ করেছেন। এবং একই সময়ে হার্ষাল প্যাটেল, মহম্মদ শামির মতো প্রতিষ্ঠিতরাও প্রমাণ করেছেন, কেন তারা সেরা।
যাই হোক, আরও একজন পেসার এ বার আইপিএলে অসাধারণ কামব্যাক করেছেন। তিনি হলেন ভারতের অভিজ্ঞ বোলার উমেশ যাদব। ৩৪ বছরের এই পেসার এই মরশুমে ১৬টি উইকেট নিয়েছেন। তবে তাঁর উইকেট সংখ্যার চেয়েও বেশি যেটা নজর কেড়েছে, সেটা হল শৃঙ্খলার সঙ্গে তিনি বোলিং করেছেন এবং তাঁর একেবারে নির্ভুল লাইন ও লেন্থে বোলিং।
আরও পড়ুন: সব ম্যাচ খেললেও, ব্যাট করেননি শামি, গড়ে ফেলেছেন আজব নজির
আরও পড়ুন: খারাপ আচরণ, হতাশাজনক পারফরম্যান্স, 2023 IPL-এ রিয়ানকে নিয়ে অন্য ভাবনা RR কোচের
বিদর্ভ পেসারের পারফরম্যান্সে মুগ্ধ হরভজন সিং। উমেশের এই দুরন্ত প্রত্যাবর্তনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভাজ্জি। তিনি দাবি করেছেন, আগের মতোই উমেশ পেস এবং সুইং- উভয়ই বল করেছেন।
স্পোর্টসকিডায় হরভজন বলেছেন, ‘উমেশ যাদব একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। মনে হচ্ছে, ও কেকেআর-এর হয়ে খেলা উপভোগ করেছে। এই টিম ওকে সেই আত্মবিশ্বাস দিয়েছে। এই উমেশ যাদবকে আমরা জানতাম। ও সুইং করছিল। আবার পুরনো দিনের মতোই ১৪৫কিমি গতিতে বলও করেছে।’
হরভজন মনে করেন, এখন ভারতীয় ফাস্ট বোলিংয়ের স্বর্ণযুগ। এবং এটি আগামীতে আরও উন্নতি করবে। ভাজ্জি আরও বলেছেন, ‘ভারতীয় ফাস্ট বোলাররা যে ভাবে উঠে আসছে, তাতে আমি খুবই মুগ্ধ। উমরান, প্রসিধ, মহসিন এবং আরও অনেকেই নজর কেড়েছে। ওরা সবাই খুব ভালো। আগে কখনও এ রকম ছিল না। স্পিনারদের একটি স্টক ছিল। এবং এখন অনেক ফাস্ট বোলার উঠছে। এটি একটি দুর্দান্ত বিষয়। এমনটা আমরা আগে কখনও দেখিনি। অতীতে, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানকে বহু ফাস্ট বোলার তৈরি করতে দেখেছি। আর এখন ভারতের পালা।’
For all the latest Sports News Click Here