ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে অন্তত ১০টি রেকর্ড গড়তে পারেন কোহলি
একটি-দু’টি নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI ও T20 সিরিজ মিলিয়ে একসঙ্গে দশ-দশটি রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। দীর্ঘ তালিকায় একঝলক চোখ বুলিয়ে নিন।
১. তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১টি সেঞ্চুরি করলে কোনও একটি দেশের বিরুদ্ধে সব থেকে বেশি ওয়ান ডে শতরান করা ক্রিকেটারে পরিণত হবেন কোহলি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন সচিন তেন্ডুলকরকে। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। এই মুহূর্তে সচিন ও কোহলি যুগ্মভাবে রেকর্ডের মালিক।
২. তিন ম্যাচের সিরিজে ১টি সেঞ্চুরি করলে যুগ্মভাবে ঘরের মাঠে সব থেকে বেশি ওয়ান ডে শতরান করার রেকর্ড গড়বেন বিরাট। এক্ষেত্রে তিনি ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরকে। সচিন দেশের মাঠে মোট ২০টি সেঞ্চুরি করেছেন। কোহলি করেছেন ১৯টি শতরান।
৩. দ্রুততম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৫০০০ ওয়ান ডে রানের রেকর্ড গড়তে কোহলির দরকার মাত্র ৬ রান। সেক্ষেত্রে তিনি ভেঙে দেবেন সচিনের রেকর্ড। সচিন ১২০টি ইনিংসে এমন নজির গড়েছেন। কোহলি এখনও পর্যন্ত ঘরের মাঠে ৯৫টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করতে নেমেছেন।
৪. টার্গেট তাড়া করে জেতা ম্যাচে সব থেকে বেশি রান করার রেকর্ড থেকে ১০৩ রান দূরে দাঁড়িয়ে কোহলি। এই নিরিখে তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৮৮ রান। আপাতত রেকর্ড রয়েছে সচিনের (৫৪৯০) দখলে।
৫. টি-২০ সিরিজে ৭৩ রান করলে সংক্ষিপ্ত ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের রেকর্ড পুনরুদ্ধার করবেন কোহলি। আপাতত রেকর্ড রয়েছে মার্টিন গাপ্তিলের দখলে। গাপ্তিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩২৯৯ রান সংগ্রহ করেছেন। কোহলির দখলে রয়েছে ৩২২৭ রান।
৬. ১টি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেই সচিনের সর্বকালীন রেকর্ড ছোঁবেন কোহলি। সব থেকে বেশি ২০টি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার রয়েছে সচিনের দখলে। কোহলি ১৯টি সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
৭. টি-২০ সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হলে কোহলি মহম্মদ নবির রেকর্ড ছুঁয়ে ফেলবেন। নবি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৩টি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জিতেছেন।
৮. টি-২০ সিরিজে ৪০ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হবেন বিরাট। বাবর আজম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫৪০ রান সংগ্রহ করেছেন। রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ৫১৯ রান। কোহলি করেছেন ৫০১।
৯. ওয়ান ডে সিরিজে ১৩৭ রান করলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এশিয়ায় ৭ হাজার রান করার রেকর্ড গড়বেন বিরাট। সচিন ১৬৬টি ইনিংসে এমন নজির গড়েছেন। কোহলি আপাতত এশিয়ায় ১৩৩টি ইনিংসে ব্যাট করছেন।
১০. ওয়ান ডে সিরিজে ১৪৩ রান করলে প্রথম ক্রিকেটার হিসেবে কোনও একটি দেশের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে ২০০০ রান করার রেকর্ড গড়বেন কোহলি।
For all the latest Sports News Click Here