ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সাজঘরে স্লোগান তুলল ভারত, ‘আমরা কারা? চ্যাম্পিয়ন’
যে কোনও বড় টুর্নামেন্ট বা সিরিজ জেতার পরে সাজঘরে খেলোয়াড়দের উৎসবে মেতে উঠতে দেখা অতি স্বাভাবিক বিষয়। ভারতীয় ক্রিকেট দলকেও প্রায়শই ড্রেসিংরুমে সেলিব্রেট করতে দেখা যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করা ভারতীয় দলের কাছে আলাদা মাত্রা পাচ্ছে।
কেননা, প্রথম সারির অন্তত আটজন ক্রিকেটারকে ছাড়াই তিন ম্যাচের এই সিরিজে খেলতে নামে ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের তরুণ তুর্কিরা যেরকম পরিণত ক্রিকেট উপহার দেন, তা এককথায় অনবদ্য। সাধে কি আর কোচ দ্রাবিড় আলাদা করে প্রশংসা করেন ক্রিকেটারদের!
সিরিজের প্রথম ২টি ম্যাচেই চাপের মুখে মাঠা ঠান্ডা রেখে জয় তুলে নেয় ভারত। টানটান উত্তেজক ২টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরার পরে নিতান্ত খোলা মনে তারা তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামে। বৃষ্টি বিঘ্নিত শেষ ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানদের রীতিমতো বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া।
সিরিজ জয়ের পরে সাজঘরে কোচ দ্রাবিড় প্রথমে ক্রিকেটারদের সাধুবাদ জানান। পরে ক্যাপ্টেন ধাওয়ানকে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শোনায়। তবে দলের ক্যাপ্টেন যখন শিখর ধাওয়ান, তখন নিতান্ত দায়সারা সেলিব্রেশনে কাজ মিটবে, এমনটা ভাবাই বোকামি।
তাই ড্রেসিং রুমে নিজের বক্তব্য শেষ করার পরেই ধাওয়ান দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে একজোট করেন। সকলকে ডেকে নিয়ে স্লোগান তোলেন, ‘আমরা কারা?’ বাকিরা সমবেতভাবে বলে ওঠেন, ‘চ্যাম্পিয়ন’। উল্লেখযোগ্য বিষয় হল, কোচ দ্রাবিড়কেও যোগ দিতে হয় সেই স্লোগানে।
ধাওয়ান বরাবর মজাদার চরিত্র হিসেবে বিবেচিত হন। সোশ্যাল মিডিয়ায় তাঁর গতিবিধি দেখলেই সেটা বোঝা যায়। কোচ দ্রাবিড়কে আগেও হুল্লোড়ে টেনে এনেছেন ধাওয়ান। এমনকি শিখরের সোশ্যাল মিডিয়ার ভিডিয়োতেও দ্রাবিড়কে মুখ দেখাতে হয়েছে। এবার ফের ধাওয়ানের ডাকেই উচ্ছ্বাসে গা ভাসাতে হল টিম ইন্ডিয়ার হেড কোচকে।
For all the latest Sports News Click Here