ওয়েব সিরিজের গল্প লিখেছেন আরিয়ান, অডিশন দিতে ভিড় জমাচ্ছেন অভিনেতারা
ক্যামেরার সামনে তিনি কখনওই আসতে চাননি। বাবা শাহরুখ খান সফলতম অভিনেতাদের একজন হলেও অভিনয় কখনও টানেনি তাঁকে। আরিয়ান খানকে। মনের কল্পনাকে সাদা পাতায় তুলে আনতে চেয়েছেন তিনি। বুনতে চেয়েছেন গল্প। এ বার সেই ইচ্ছে পূরণের পালা।
গল্প লিখেছেন শাহরুখ-তনয়। আর সেই গল্প নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে শ্যুট। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে অভিনেতা বাছাইয়ের পর্ব। প্রচুর অভিনেতা নাকি অডিশনও দিচ্ছেন। এই গতিতে কাজ এগলে চলতি বছরেই শুরু হয়ে যেতে পারে আরিয়ানের লেখা সিরিজের কাজ।
পেশাগত জীবনে ছেলের প্রথম পদক্ষেপ। পাশে রয়েছেন শাহরুখ খান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে তাঁর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
গত বছর ঝড় বয়ে গিয়েছে আরিয়ানের উপরে। একটা রাতেই পাল্টে গিয়েছিল জীবন। ঘিরে ধরেছিল বিতর্ক। মাদক-কাণ্ডে জড়িয়ে পড়া, আটক হওয়া, আইনি লড়াই— কঠিন লড়াই লড়েছেন আরিয়ান। ২০২১ সালের অক্টোবর। মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এর পর বেশ কয়েকদিন মুম্বইয়ের আর্থার রোড জেলে ছিলেন শাহরুখ-তনয়। মুক্তি পেলেও দীর্ঘ দিন চার দেওয়ালের ঘেরাটোপেই রেখেছিলেন নিজেকে। সক্রিয় ছিলেন না নেটমাধ্যমেও।
এর পর সময় গড়িয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরেছেন আরিয়ান। এ বার ইচ্ছা পূরণের পালা। গল্পকার হিসেবে কতটা সফল হবেন শাহরুখ-তনয়? এখন সেটাই দেখার।
For all the latest entertainment News Click Here