ওয়াসাবি খেয়ে এ কী হাল জনি লিভারের! হাসতে হাসতে ভাইরাল ‘কমেডি কিং’-এর ভিডিয়ো
গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের ‘কমেডি কিং’-এর তাজখানি রয়েছে জনি লিভারের জিম্মায়। কমেডি টাইমিং ছাড়াও তাঁর মুখভঙ্গি দেখে হাসি চেপে রাখতে পারেন, এমন দর্শক প্রায় নেই বললেই চলে। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় এই বর্ষীয়ান অভিনেতা। প্রায়শই নিজেদের মজাদার কোনও ভিডিয়ো নেটিজেনদের সঙ্গে শেয়ার করেন তিনি। বলাই বাহুল্য, জনির সেই বিখ্যাত সব মুখভঙ্গি সমৃদ্ধ অভিনয়ের ভিডিয়ো দেখার জন্য একপ্রকার হাঁ করেই বসে থাকেন নেটপাড়ার সদস্যরা। এবার ফের একবার এরকমই একটি ভিডিয়ো শেয়ার করেছেন জনি। সেখানে জনিকে জীবনে প্রথমবার ওয়াসাবি খাবারের পদটি চাখতে দেখা যাচ্ছে।
ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, একটি রেঁস্তরায় বসে রয়েছেন জনি। দৃষ্টি সামনে রাখা টেবিলে ওয়াসাবি খাবারটির উপর। এরপর ওই খাবারের ছোট্ট একটি টুকরো নিজের মুখে পুরলেন তিনি। ব্যাস! তারপরেই নিমিষে জমে গিয়েছে ভিডিয়ো।ওয়াসাবি চেখে তাঁর কেমন লাগছে সেই গোটা ব্যাপারটি একটি শব্দঅথর্চ না করে স্রেফ নিজের মুখের ভঙ্গিমায় দর্শকদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এই জনপ্রিয় বলি-কমেডিয়ান। এবং এরপর কায়দা করে খাবারের পদটির নামও বলতে দেখা গেল তাঁকে। আর তা দেখে স্বভাবতই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে জনি লিখেছেন, ‘ওয়াসাবি চেখে একেবারে তরতাজা হয়ে গেলাম।’
নেটিজেনদের এতটাই ভালো লেগেছে সেই ভিডিয়ো যে ইতিমধ্যেই হু হু করা তা ভাইরাল হওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ৫.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন জনি লিভারের ওয়াসাবি খাওয়ার ভিডিয়োটি। ‘এক্সপ্রেশন কিং’ জনির এই অভিনয়ের তারিফ করে মুহুর্মুহু প্রশংসাবাক্যও এসে জমা হচ্ছে পোস্টের কমেন্ট বক্সে। আবার কোনও কোনও নেটিজেনের কাছে তিনি ‘কমেডি কিং’।
For all the latest entertainment News Click Here