‘ওয়ার্নের মৃত্যু ব্যক্তিগত ক্ষতি, তাঁকে চিরকাল মনে রাখা হবে’, শোকার্ত দ্রাবিড়
ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের মাঝে ব্যস্ত। এরই মাঝে ‘বন্ধু’ শেন ওয়ার্নকে হারানোর খবর পান কোচ রাহুল দ্রাবিড়। ওয়ার্নের মৃত্যুকে নিজের ‘ব্যক্তিগত ক্ষতি’ বলে অভিহিত করলেন কোচ রাহুল দ্রাবিড়। পাশাপাশি জানান, ওয়ার্নের সঙ্গে ক্রিকেট খেলতে পারা তাঁর ক্যারিয়ারের অন্যতম হাইলাইট। ভারতীয় কোচের দাবি, যতদিন ক্রিকেট খেলা হবে, ততদিন শেন ওয়ার্নের কথা মনে রাখা হবে।
বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিয়োতে দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘শেন ওয়ার্নের বিপক্ষে খেলার সৌভাগ্য ও সম্মান আমার হয়েছিল। আরও গুরুত্বপূর্ণভাবে তাঁকে ব্যক্তিগতভাবে জানার বড় সুযোগ পেয়েছিলাম আমি। আমি মনে করি এটি সম্ভবত আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম হাইলাইট হবে। তাঁর সঙ্গে সবসময় দেখা না হলেও তিনি আপনাকে আপন বলে মনে করবেন। এটা (ওয়ার্নের মৃত্যু) সত্যিই আমার কাছে একটি ব্যক্তিগত ক্ষতি। এটা দুঃখজনক। যতদিন খেলা হচ্ছে, শেন ওয়ার্ন এবং রডনি মার্শের মতো ক্রিকেটাদেরকে সবসময় মনে রাখা হবে।’
দ্রাবিড় আরও বলেন, ‘আমি রডকে তেমন চিনতাম না, তবে আমি তাঁর সাথে কয়েকবার দেখা করেছি৷ কিন্তু রডনি মার্শকে দেখে এবং তাঁর সম্পর্কে অনেক কিছু শুনে বড় হয়েছি৷ ক্রিকেট খেলার জন্য সত্যিই দুঃখজনক দিন আজকে। দুই দিনে দুই কিংবদন্তিকে হারালাম আমরা। তাঁরা সত্যিকার অর্থে ক্রিকেটকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেম এবং সত্যিকার অর্থে এই খেলাটিকে ভালবাসতেন। তাঁদের মৃত্যু সত্যিই বড় ক্ষতি। আমাদের সমবেদনা উভয় পরিবার, তাঁদের বন্ধুদের সাথে আছে। এবং আমরা প্রার্থনা করি যাতে তাঁদের আত্মা শান্তিতে থাকুক।’
For all the latest Sports News Click Here