ওসব নিতান্ত অর্থহীন,ক্যাপ্টেন রোহিত স্পষ্ট করে দিলেন, দলকে কোন দিকে নজর দিতে হবে
বাইরে কে কী বলল, তাতে কিছু যায় আসে না। বাইরে থেকে লোকে অনেক কথাই বলে। সেসব নিয়ে মাথা ঘামানোর কোনও মানে হয় না। আসল কাজ হল নিজেদের খেলায় মন দেওয়া। টিম ইন্ডিয়ার নবনিযুক্ত টি-২০ ও ওয়ান ডে ক্যাপ্টেন রোহিত শর্মা বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্কারে ঠিক এভাবেই পাত্তা দিতে চাইলেন না বিশেষজ্ঞ ও সামলোচকদের মতামতকে।
তিনি স্পষ্ট জানান, লোকে কে কী বলবে, তা তাঁদের নিয়ন্ত্রণে নেই। মাঠে নেমে যাতে ক্ষমতা অনুযায়ী নিজেদের যথাযথ মেলে ধরা যায়, সেদিকেই নজর রাখেন তিনি এবং দল।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিসিসিআইয়ের ভিডিওয় রোহিত বলেন, ‘যখন আপনি ভারতের হয়ে খেলছেন, সবসময় চাপ থাকবেই। লোকে অনেক কথা বলবে। সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক। ব্যাক্তিগতভাবে একজন ক্রিকেটার হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ হল নিজের কাজে মন দেওয়া, লোকে কী বলছে তাতে নয়। কারণ, লোকের কথায় আমাদের নিয়ন্ত্রণ নেই। আমি এটা বহুবার বলেছি এবং সেটাই আবার বলব।’
হিটম্যান আরও বলেন, ‘দলের জন্যও একই বার্তা থাকবে এবং দল সেটা বোঝেও যে, যখনই আপনি কোনও হাই-প্রোফাইল টুর্নামেন্ট খেলবেন, লোকে তা নিয়ে কথা বলবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল, যেটা আমাদের হাতে রয়েছে, সেটাতে নজর দেওয়া। মাঠে নেমে ম্যাচ জেতা এবং যেভাবে আমরা খেলতে অভ্যস্ত, সেভাবে নিজেদের মেলে ধরাই হল আসল কাজ। সুতরাং, বাইরে কে কী বলল, সেসব আমাদের কাছে অর্থহীন। একে অপরের সম্পর্কে আমাদের কী ধারণা, সেটাই হল আসল। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বাঁধনটাই আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে।’
For all the latest Sports News Click Here