ওসব দুর্ভাগ্য নয়, একটু জোরে দৌড়ালে রান-আউট হত না, হরমনকে চরম কটাক্ষ অজি তারকার
কেপটাউনে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। মাত্র ৫ রানে ম্যাচ হারে ভারত। খেলায় সবচেয়ে আলোচিত বিষয় হল, হরমনপ্রীত কৌরের রানআউট। দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হন ভারত অধিনায়ক। এই রান-আউট ক্রিকেট বিশ্বে দুর্ভাগ্যজনক রান আউটের তালিকায় থেকে যাবে। আর সেমিফাইনালে ভারতের হারের জন্য হরমনপ্রীতকে কাঠগড়ায় তুলছেন অনেকে।
ম্যাচ হেরে যে হতাশ হরমনপ্রীত তা বোঝা গিয়েছিল ম্যাচের পরই। সানগ্লাস পরে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আসেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগঘন বার্তা দেন ভারত অধিনায়ক। নতুন করে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এই ম্যাচ হারের ফলে তিনি যে মানসিকভাবে ভেঙে পড়েছেন সেটা স্পষ্ট হয়েছে তাঁর কথাতেই।
সেই ম্যাচের পরে এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালিসা হিলি বলেন, ‘এটা অনেকটা মজার বিষয়। বেলিন্ডা ক্লার্ক আমাকে মেসেজ করে জানায়, খুব ভালো কাজ করেছ বেল ফেলে দিয়ে। বিষয়টা বেশ আকর্ষণীয় কারণ আমি এইরকম পরিস্থিতিতে সাধারণত বেল নাড়াই না। আমি মনে করি এতে সময় অপচয় হয়। কারণ আমাকেই ফের সেই গুলি তুলে লাগাতে হবে।’ তিনি আরও বলেন, ‘তবে এই ক্ষেত্রে বিষয়টি আলাদা ছিল। আমার মনে হয়েছে স্টাম্প নাড়ানো উচিত। আমি আম্পায়ারের দিকে তাকিয়ে বলি আমার মনে হয় এটা আউট।’
হিলির মতে, প্রথম রান সম্পূর্ণ করে দ্বিতীয় রান নেওয়ার সময় ভারতের অধিনায়ক প্রয়োজনের তুলনায় ধীরগতিতে দৌড়াচ্ছিলেন। তার কারণ তিনি হয়তো লম্বা ইনিংস খেলার জন্য নিজের শক্তি সঞ্চয় করতে চাইছিলেন। কিন্তু এই ভাবে রান আউট হয়ে যাবেন, তা কল্পনাও করতে পারেননি ভারত অধিনায়ক। এই বিষয়ে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক বলেন, ‘এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। হরমনপ্রীত বলতেই পারে যে ওর মনে হয়েছে এটা দুর্ভাগ্য। তবে দ্বিতীয় রান নেওয়ার সময় ও যদি আরও একটু জোরে দৌড়াত, তাহলে ক্রিজে ঢুকে যেতে পারত।’
আজ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ট্রফি ধরে রাখার জন্য ঝাঁপাবে অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতলে তৈরি হবে এক নতুন ইতিহাস। এখন এটাই দেখার, কার ভাগ্যে জোটে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
For all the latest Sports News Click Here