ওর বল সহজে অনুমান করা যায়- উমরানকে বৈচিত্র্য আনার পরমার্শ দিলেন পাক প্রাক্তনী
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার তারকা উমরান মালিকের পারফরম্যান্স ছিল ভালো-মন্দতে মেশানো। স্পিডস্টার তাঁর চার ওভারে তিন উইকেট নিয়েছিলেন। কিন্তু তিনি ৪৮ রান দিয়ে বসে থাকেন। শ্রীলঙ্কার ব্যাটাররা ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে ৬ উইকেটে ২০৬ রান করে বসে থাকে। এই বোলারদের মধ্যে রয়েছেন উমরান মালিকও, যিনি বেধড়ক মার খেয়েছেন। আর ভারত শেষ পর্যন্ত ম্যাচটি ১৬ রানে হেরে যায়।
তবে উমরান মালিক যে তিনটি আউট করেছেন, সেই তিনটি উইকেটের জন্য তাঁকে প্রশংসিত করা হয়েছে। কারণ তাঁর নিখুঁত গতির জন্য। উমরান যে তিনটি উইকেট নিয়েছেন, তার মধ্যে দু’টি বোল্ড করেছেন। সেই বলের গতি ছিল যথাক্রমে ১৪৭কিমি এবং ১৪০ কিমি।
আরও পড়ুন: নির্ভরতা দিতে পারেননি ত্রিপাঠী-আর্শদীপ, তৃতীয় T20 ম্যাচে কাদের মাঠে নামাবে ভারত?
তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট বিশ্বাস করেন যে, উমরানকে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে, শুধু গতির উপর নির্ভর করলে হবে না। বোলিংয়ে আরও বৈচিত্র্য যোগ করতে হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্পিডস্টারের আউটিংয়ের বিষয়ে কথা বলতে গিয়ে সলমন বাট বলেছেন যে, উমরানের অভিজ্ঞতার অভাব রয়েছে। এবং তিনি একজন তরুণ পেসার হিসেবে অনুমানযোগ্য।
প্রাক্তন পাক অধিনায়কের দাবি, ‘অভিজ্ঞতার বাড়লে ও আরও ভালো করবে। অভিজ্ঞতার অভাব থাকায়, ও এত রান দিয়েছে। ও ভাল ছন্দে ছিল, ওর অ্যাকশন ছিল ঝরঝরে। ওর গতিও ছিল ভালো। সমস্যাটি ছিল ব্যাটার ছিল অভিজ্ঞ এবং আরও বুদ্ধিমান। তিনি উমরানের গতিকে খুব ভালো ভাবে ব্যবহার করেছিলেন। উমরান আসলে খুবই অনুমানযোগ্য ছিল, ও ইয়র্কার বা স্লোয়ার বোলিং করেনি।’
আরও পড়ুন: একটু সতর্ক হতে হবে- নো বল নিয়ে ছাত্রকে বকা দিলেন আর্শদীপের ছোটবেলার কোচ
সলমন বাট আরও যোগ করেন, ‘ও দেখেছে যে, ব্যাটসম্যান নিজের জন্য জায়গা করে নিচ্ছে, ও অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বোলিং করতে পারত। সেটাও ও করেনি। সুতরাং, অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আর বাইরে বসে অভিজ্ঞতা হবে না। ওকে খেলতে দিতে হবে। কারণ ও উইকেট নেবে এবং সঙ্কটের পরিস্থিতি থেকে ম্যাচ জেতাবে।’
শিবম মাভি, উমরান মালিক, শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠি সহ তরুণদের সমন্বয়ে একটি নতুন ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলছে। ম্যাচের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘ওরা এখনো অত্যন্ত অনভিজ্ঞ। তাই কিছু ম্যাচে এমনটা হবেই। আমাদের ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে ভরসা দেওয়া উচিত। আমি মনে করি, আমাদের এই অল্পবয়সী ছেলেদের জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে। আপনি যদি এই দলটির দিকে তাকান, সেখানে অনেক তরুণ খেলছে, বিশেষ করে আমাদের বোলিং আক্রমণ।’
For all the latest Sports News Click Here