ওর জন্য বড্ড ভয় হয়, চোট না পেয়ে বসে, বিশ্বকাপের আগে কাকে নিয়ে দুশ্চিন্তা কপিলের?
শিয়রে ওয়ান ডে বিশ্বকাপ। তাও আবার ভারতকে লড়তে হবে ঘরের মাঠে। স্বাভাবিকভাবেই সমর্থকদের বিপুল প্রত্যাশার চাপ ঘাড়ে নিয়ে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। অথচ এখনও পর্যন্ত পূর্ণ শক্তির দল হাতে পাবে কিনা ভারত, সেটাই ঘোর অনিশ্চিত।
গাড়ি দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্ত। বিশ্বকাপের আগে তাঁর ফিট হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চোট পেয়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। আশা করা হচ্ছে বিশ্বকাপের বেশ কিছুদিন আগেই তিনি মাঠে ফিরবেন। তবে সেরা ছন্দে ফিরতে কতদিন সময় লাগবে জসপ্রীতের, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন লোকেশ রাহুল। বিশ্বকাপের আগেই তাঁকে দলে পাওয়া যাবে বলে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট সারানোর প্রক্রিয়ায় রয়েছেন শ্রেয়স আইয়ার। সুতরাং, চোট-আঘাতের তালিকাটা রীতিমতো দীর্ঘ।
এই অবস্থায় কপিল দেব ভারতীয় দলের এমন একজন ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন, এই মুহূর্তে যাঁর চোট-আঘাতের কোনও চিহ্ন নেই এবং তিনি পুরোপুরি ম্যাচ ফিট। আসলে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, এমন কথা ভেবেই টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভয় ব্যক্ত করেন কপিল।
আরও পড়ুন:- Ashes 2023: ড্রিম ডেলিভারি, স্টাম্পের ঠিকানা লেখা নিখুঁত ইনসুইংয়ে খোয়াজা-ওয়ার্নারকে সাজঘরে ফেরালেন টাঙ্গ- ভিডিয়ো
এবিপি নিউজের আলোচনায় কপিল দেব বলেন, ‘চোট আঘাত সব খেলোয়াড়ের জীবনের অঙ্গ। সব ক্রীড়াবিদকেই কেরিয়ার জুড়ে চোট-আঘাত বয়ে বেড়াতে হয়। আশা করি (ভারতীয় দলে) পরিস্থিতির উন্নতি হবে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার বড্ড ভয়। ও খুব তাড়াতাড়ি চোট পেয়ে বসে। যদি সব ক্রিকেটাররা ফিট থাকে, তবে ভারতীয় দলকে অত্যন্ত জমাট দেখাবে।’
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘দেখুন, চার বছর পরে বিশ্বকাপ আসে। সুতরাং, আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমাদের ম্যাচ প্র্যাক্টিস দরকার। আমাদের আরও বেশি ওয়ান ডে খেলতে হবে।’
আরও পড়ুন:- Duleep Trophy 2023: রিঙ্কু সিং ফিরতেই জারিজুরি শেষ, দলীপে মধ্যাঞ্চলকে সস্তায় বাঁধলেন ঈশ্বরনরা
উল্লেখ্য, পিঠের চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। শুধু জাতীয় দলের হয়েই নয়, বরং আইপিএলেও তাঁর সার্বিক পারফর্ম্যান্স নজরকাড়া। তবে সাম্প্রতিক সময়ে কদাচিৎই পান্ডিয়াকে নিজের বোলিং কোটা পূর্ণ করতে দেখা যায়। এমনকি টি-২০ ক্রিকেটেও অনেক সময় চার ওভারের বোলিং কোটা পূর্ণ করেন না তিনি। বিশ্বকাপে শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, বরং অল-রাউন্ডার হিসেবেই যে হার্দিককে পেতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
For all the latest Sports News Click Here