‘…ওর কাছে বড়লোক বর আছে’, বোন অমৃতাকে খোঁটা দিলেন নাকি মালাইকা? এসব কী হচ্ছে
অভিনেত্রী তথা মডেল মালাইকা আরোরাকে এখন দেখা যাচ্ছে তাঁর নতুন রিয়েলিটি শো মুভিং উইথ মালাইকায়। তাঁকে এর আগে একাধিক রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে, কিন্তু একি এখন তিনি কমেডি করতেও ছাড়ছেন না! এরপর কি তাঁকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যেতে চলেছে? কারণ তিনি তাঁর শো, মুভিং উইথ মালাইকায় যেভাবে স্ট্যান্ড আপ কমেডি করলেন তাতে তো রীতিমত পাশ মার্ক পেয়ে গেছেন সবাইকে হাসানোয়!
মুভিং উইথ মাইলাইকা শোয়ের সাম্প্রতিকতম পর্বে মালাইকাকে দেখা যায় স্ট্যান্ড আপ কমেডি করতে। এবং গোটা বিষয়টা তিনি মোটের উপর বেশ ভালোই করেন। এই পর্বে তিনি কাউকেই বাদ দেন না, নিজেকে নিয়ে তো মজা করেনই, সঙ্গে তাঁর বোনকে নিয়েও মজা করেন।
ডিজনি প্লাস হটস্টার একটি ভিডিয়ো শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর এই স্ট্যান্ড আপ কমেডি শুরু করছেন তাঁদের খোঁচা মেরে যাঁরা তাঁর বয়স নিয়ে ভীষণই চিন্তিত! তিনি তাঁদের বলেন, যে তিনি বৃদ্ধ হচ্ছেন বলে এমনটা হচ্ছে না, তাঁর বয়স বাড়ছে বলেই তাঁকে এমনটা দেখতে লাগে। যাঁরা তাঁকে নিয়ে ট্রোল করেন তাঁদের তিনি ‘হিংসুটে মানুষ’ বলে দেগে দেন! শুধু তাই নয়, অনেকেই তাঁর এবং আরবাজ খানের সম্পর্ক নিয়ে ভীষণ রকম ভাবিত, তাঁদের নিয়ে নানান মন্তব্য দেখা যায়, এই বিষয়ে তিনি বলেন, ‘আমি জীবনে এগিয়ে গেলাম, আমার প্রাক্তনও তাঁর জীবনে এগিয়ে গিয়েছেন, আপনারা কবে এগোবেন?’
এরপর তাঁকে তাঁর বোনকে নিয়ে মজা করতে দেখা যায়। অমৃতার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বাড়িতে সব থেকে মজার হল আমার বোন! আর আমি সব থেকে সুন্দরী!’ একই সঙ্গে তিনি বলেন, ‘ ওর একজন বিত্তশালী স্বামী আছে, আর আমি… স্ট্যান্ড আপ করছি!’ তাঁর এই জোকস শুনে দর্শকরা উচ্চস্বরে হাসতে থাকেন।
এছাড়া এই সময় তাঁকে ‘ছাইয়া ছাইয়া’ গান নিয়েও মজা করতে দেখা যায়। এই গানটিই তাঁকে বলিউডে পরিচিতি এনে দিয়েছিল। তিনি বলেন ট্রেনের ছাদে উপর নাচা তাঁর জন্য সহজ ছিল কারণ তিনি থানের বাসিন্দা! একই সঙ্গে তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, ‘কোন স্ট্যান্ড আপ কমেডিয়ান কী কখনও ট্রেনের ছাদের উপর উঠে কমেডি করতে চাইবেন?’ কারণ স্ট্যান্ড আপ কমেডিয়ানরা দাঁড়িয়ে দাঁড়িয়েই মজা করেন, তাহলে ট্রেনের ছাদে উপর দাঁড়িয়ে কেন নয়?
মুভিং উইথ মালাইকা শোতে মালাইকাকে তাঁর এবং অর্জুনের বয়সের ফারাক নিয়ে যেমন কথা বলতে শোনা গেছে, তেমনই তাঁর এবং অরাবাজ খানের সম্পর্ক নিয়েও কথা বলতে শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন কীভাবে তাঁদের বিচ্ছেদের পরেও আরবাজ তাঁর দুর্ঘটনা সময় পাশে ছিলেন। এই বিষয়ে ফারাহ খানের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, ‘ও ভীষণ ভালো মানুষ। আমি আজ যা হয়েছি ওর জন্যই হয়েছি। ও আজকের আমিকে আমি হয়ে উঠতে সাহায্য করেছে।’
কেন তাঁরা আলাদা হয়েছেন সেই বিষয়েই এই অনুষ্ঠান থাকে স্পষ্ট মতামত জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমাদের মাঝে দুরত্ব বাড়ছিল। আমরা ভীষণই ছোট ছিলাম। আমার মনে হয় আমার মধ্যেও পরিবর্তন এসেছে। জীবন থেকে আমিও অন্য কিছু পেতে চাইছিলাম। আজ বিচ্ছেদের পর আমরা দুজনেই ভালো আছি, ভালো কাজ করছি। আমরা আজও একে অন্যকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমাদের একটা সন্তান আছে, আর সেই কারণেই কিছু জিনিস কখনই বদলাবে না। কিন্তু এখন আমরা অনেক বেশি ভালো আছি।’
মালাইকার এই শো প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যায় ডিজনি প্লাস হটস্টারে।
For all the latest entertainment News Click Here