‘ওর একটা ভালো ভবিষ্যত রয়েছে;’ পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের গলায় ভারতীয় বোলারের প্রশংসা
ভারতীয় বোলার হার্ষাল প্যাটেলের প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তার মতে হার্ষালের সামনে একটি ভালো ভবিষ্যৎ রয়েছে। প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন যে হর্ষাল তার বৈচিত্র্যের উপর অনেক কিছু নির্ভর করে, সেটাই তার আসল শক্তি। হার্ষাল প্যাটেল নিয়ে বলতে গিয়ে সলমন বাট বলেন, ‘হার্ষাল প্যাটেলের গতির পরিবর্তন দুর্দান্ত। তিনি নির্ভুল ইয়র্কার বোলিং করেন (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে)। তিনি যদি এটি করতে থাকেন তবে তার একটি ভালো ভবিষ্যত রয়েছে। এভাবে পারফর্ম করলে আইপিএলে খেলা চালিয়ে যাবেন তিনি। ইতিমধ্যেই ভারতের হয়ে খেলছেন।’
হার্ষালকে নিয়ে বলতে গিয়ে সলমন বাট আরও বলেন, ‘সে এমন একজন যে তার বৈচিত্র্যের উপর নির্ভর করে, তার খুব ভালো স্লো বল আছে। সে যখন স্লো বল করে, তখন তার হাতের গতির কোনও পরিবর্তন হয় না এবং আমি মনে করি এটাই তার শক্তি। তাই সাদা বলের ক্রিকেটে ওর একটা ভালো ভবিষ্যত আছে।’ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, বিরাট কোহলি (৫২) এবং ঋষভ পন্ত (অপরাজিত ৫২) অর্ধশতক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮৬/৫ রান করে।
১৮৭ রান তাড়া করতে গিয়ে যুজবেন্দ্র চাহাল কাইল মায়ার্সকে (৯) আউট করেন। প্রথম উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করে। নিকোলাস পুরান মাত্র ৪১ বলে ৬২ রান করেন। পুরানের এই ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। তিনি পাওয়েলের সাথে মাত্র ৬০ বলে ১০০ রান যোগ করেন। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ জুটি। যাইহোক, ভুবনেশ্বর কুমারের চমকপ্রদ ১৯তম ওভার করেন। সেই ওভারে তিনি মাত্র চার রান দিয়েছিলেন। ভারতের জয়ের মঞ্চ তৈরি করেছিলেন ভুবি। এর পরে শেষ ওভারে হার্ষাল প্যাটেল ১৬ রান দেওয়া সত্ত্বেও টিম ইন্ডিয়া আট রানে জয়ী হয়।
For all the latest Sports News Click Here