ওরির সঙ্গে প্রেম করছেন জাহ্নবী? গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন বলি নায়িকা
প্রেম করছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর? প্রায়শই বন্ধু ওরহান আওয়াত্রামনির সঙ্গে বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁকে। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালি নানান ইস্যুতে প্রেমের চর্চা চলেই আসে। তাঁদের নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, এতদিন চুপ ছিলেন শ্রীদেবী কন্যা।
এবার নীরবতা ভাঙলেন জাহ্নবী কাপুর। গত ৪ নভেম্বর মুক্তি পেয়ছে অভিনেত্রীর নতুন ছবি ‘মিলি’। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘ওরিকে (ওরহান) বহু বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু চুটিয়ে মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসাবে সব সময় ওর পাশে থেকেছি। অরিও আমাকে উৎসাহ দিয়েছে। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো নিরাপদ অনুভব করি। খুব বিশ্বাস করি ওকে। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দারুণ মানুষ ওরহান।’
আরও পড়ুন: ‘একটা কথা তোমাকে কখনও বলা হয়নি..’, ঐন্দ্রিলাকে খোলা চিঠি সুদীপা চট্টোপাধ্যায়ের
বন্ধু ওরহান আওয়াত্রামনির হ্যালোইন পার্টিতে কিছুদিন আগেই যোগ দিয়েছিলেন জাহ্নবী। কালো অফ শোল্ডার পোশাক, গাঢ় লিপস্টিকে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পার্টিতে প্রবেশের মুখে বন্ধু ওরহান আওয়াত্রামনি জাহ্নবীর জন্য অপেক্ষা করছিলেন।
মালয়ালম ছবি ‘হেলেন’-এর রিমেক ‘মিলি’, যার প্রযোজনার দায়িত্বে আছেন বনি কাপুর। এই প্রথম মেয়ের সঙ্গে কাজ করলেন তিনি। পরিচালক মাথুকুট্টি জেভিয়ার। জাহ্নবী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনোজ পাওয়া এবং সানি সিং। মিলি ছবিটি আদতে একটি বেঁচে থাকার লড়াইয়ের গল্প, যেখানে মিলি ওরফে জাহ্নবী একজন নার্সিং স্টুডেন্ট, যিনি একটি ফ্রিজারে আটকে পড়েন। সেখান থেকে তিনি কী করে বেঁচে ফেরেন সেই গল্প দেখা যাবে এই ছবিতে।
২০১৮ সালে বলিউডে হাতেখড়ি হয় জাহ্নবীর। ‘ধড়ক’-এর পর নানা ঘরানার ছবিতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’র মতো ছবিতে কাজ করেন শ্রীদেবী-তনয়া। আপাতত তাঁর হাতে রয়েছে ‘বাওয়াল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
For all the latest entertainment News Click Here