‘ওরা শুধু ভালোবাসার ভাষা বোঝে’, শামশেরা’র জন্য ঘোড়ায় চড়ার ট্রেনিং নিয়েছেন বাণী
রণবীর কাপুর এবং সঞ্জয় দত্ত অভিনীত আসন্ন ছবি ‘শামশেরা’। ১৮৭০-এর প্রেক্ষাপটে গড়ে উঠেছে পরিচালক করণ মালহোত্রার ছবির কাহিনি। ছবিতে রণবীরের বিপরীতে নায়িকা বাণী কাপুর। ছবির জন্য বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। ঘোড়ায় চড়া শিখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
কাজা নামক এক কাল্পনিক জায়গায় ব্রিটিশদের হাতে বন্দি এক যোদ্ধা জাতির দুর্দশার চিত্র উঠে আসবে ‘শামশেরা’য়। কেমনভাবে নিজের জাতিকে রক্ষার করবে বাল্লি (রণবীরের চরিত্রের নাম), বাবার অসম্পূর্ণ কাজ পূরণে কেমনভাবে সফল হবে সে- তা নিয়েই এগোবে ছবির গল্প।
আরও পড়ুন: ফাটিয়ে সেলিব্রেশন, এক সপ্তাহ পর জন্মদিন পার্টির ছবি শেয়ার করলেন ‘রঞ্ঝা’ ইধিকা
‘শামশেরা’র জন্য রীতিমতো ঘোড়ায় চড়া এবং দৌড় করানোর ট্রেনিং নিতে হয়েছে বাণীকে। সেই অভিজ্ঞতার বিষয় বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ঘোড় সওয়ারির জন্য সেই প্রাণীর সঙ্গে একটা আত্মিক যোগাযোগ তৈরি করতে হয়। নয়তো সে ঘাড় থেকে ফেলে দেবে। আমার মনে আছে, আমি প্যাকেট ভর্তি বিস্কুট নিয়ে যেতাম। ট্রেনারও আমাকে শিখিয়েছিলেন, ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করতে, তাঁকে খাওয়াতে, খুব মিষ্টি ব্যাপারটা। ওরা সবচেয়ে মিষ্টি প্রাণী। আমার মনে হয়, প্রথমে ওদের সঙ্গে বন্ধুত্ব করাটা জরুরি। ওরা শুধু ভালোবাসার ভাষা বোঝে।’
রণবীর ছাড়াও শামশেরা-য় দেখা মিলবে সঞ্জয় দত্ত, বাণী কাপুর, রণিত বোস রায়, সৌরভ শুক্লার। ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত। অত্যচারী পুলিশ অফিসার শুদ্ধ সিং-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাণীর চরিত্রের নাম সোনা। প্রথমবার পর্দায় রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। আগামী ২২ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ‘শামশেরা’।
For all the latest entertainment News Click Here