‘ওরা নির্দোষ, সকালেও ঠিক ছিল না ক্রুজে যাবে’! সাফাই আরিয়ানের বন্ধু আরবাজের বাবার
শনিবার রাতে মাদক-কাণ্ডে আরিয়ান খানের সঙ্গে আটক হয়েছিলেন আরবাজ মার্চেন্ট। পরে রবিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। আপাতত ৭ অগস্ট অবধি তাঁরা থাকবেন NCB-র কাস্টেডিতে। আরবাজ মার্টেন্টের বাবা আসলাম মার্চেন্ট নিজেও একজন আইনজীবী। সংবাদমাধ্যমের কাছে আসলাম জানিয়েছেন আরিয়ান ও আরবাজের ওপর যে অভিযোগ আনা হয়েছে তা ‘ভিত্তিহীন’ এবং দু’জনেই ‘নির্দোষ’।
আসলাম জানান, নারকোটিক কনট্রোল ব্যুরো এই দুই ‘বাচ্চার’ সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করছে। সঙ্গে জানান, ‘ওদের ওপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই মুহূর্তে কোনও কিছু বলা আসলে খুব জলদি হয়ে যাবে। এনসিবি খুব ভালো সহযোগিতা করছে, খুব ভালো ব্যবহার করছে বাচ্চাদের সঙ্গে। একজন আইনজীবী হিসেবে আমার সম্পূর্ণ আস্থা আছে আইনের ওপর। সত্য সবসময় জয়ী হয়, এবং তা বেরিয়ে আসে। ওরা নির্দোষ।’
আরবাজের কাছ থেকে যে ড্রাগস পাওয়া গিয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে আসলাম জানান, ‘যা পাওয়া গিয়েছে তা জাহাজের ভিতর থেকে পাওয়া গিয়েছে। বাইরে থেকে নয়। আর ওরা তখনও জাহাজে প্রবেশ করেনি।’
এনসিবি সোমবার আদালতের কাছে জানিয়েছে আরিয়ান ও আরবাজের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এনসিবি। আর সেই বিষয়ে জানতে চাওয়া হলে আসলাম জানান, ‘ওদের হোয়াটসঅ্যাপে কোনও ড্রাগস সম্পর্কিত চ্যাট নেই। ওরা তো ওখানে নিমন্ত্রিত ছিল। শেষ মুহূর্ত অবধি ঠিক ছিল না ওরা ক্রুজে যাবে! আরবাজ আমার সঙ্গে ব্রেকফাস্ট করেছে। একসঙ্গে ডিনার করারও কথা ছিল আমাদের।’
For all the latest entertainment News Click Here