‘ওরা করলে, আমরাও পারব!’ ধাওয়ান জানালেন ভারতের জয়ের আসল মন্ত্র
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দারুণ খুশি ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি এদিন ম্যাচ জিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। তবে এদিনের ম্যাচ জিতে অক্ষর প্যাটেলের মতো ধাওয়ানও আইপিএল-এর প্রসঙ্গ তুলে আনেন। এছাড়াও ছেলেদের লড়াইকে কুর্নিশ জানান তিনি। ম্যাচ জিতে শিখর ধাওয়ান বলেন, ‘এটি একটি দুর্দান্ত দলগত পারফরম্যান্স ছিল। ছেলেরা নিজেদের আত্মবিশ্বাস হারায়নি, এটা আশ্চর্যজনক ছিল। আইয়ার, সঞ্জু, অক্ষর সকলেই অসাধারণ ছিলেন, এমনকি আভেশ তার অভিষেক খেলায় এসে সেই ১০টি গুরুত্বপূর্ণ রান করেছেন। আইপিএলকে ধন্যবাদ যে তারা এই বিশাল মঞ্চে তারা পারফর্ম করতে পারছে।’
আরও পড়ুন… রুদ্ধশ্বাস ম্যাচে হারার পর বোলারদের দুষলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান
শুভমন-শ্রেয়স-সঞ্জু থেকে পুরান ও হোপের প্রশংসা করেন ভারতের অধিনায়ক। শিখর ধাওয়ান বলেন, ‘আমি অনুভব করেছি যে আমরা চমৎকার বোলিং করেছিলাম। তারা ভালো শুরু করেছে। হোপ ও পুরান ভালো ব্যাটিং করে শুরুটা ভালো করেছিল। আমরা ভেবেছিলাম যদি তারা যদি এটা করতে পারে তাহলে আমরাও করতে পারব। এটা আমরা জানতাম যে আমরাও এটা করতে পারি। আমরা শুরুটা একটু ধীরে করেছিলাম। শুভমন ভালো ব্যাটিং করেছে। আইয়ার-স্যামসন অংশীদারিত্ব একটি বিশাল পার্থক্য তৈরি করেছিল। তবে দুর্ভাগ্যের যে তিনি রানআউট হয়ে যান। কিন্তু এসব ঘটনা ঘটেই। ছেলেরা এটা থেকে আরও শিখবে। সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ। তারা একটি অসাধারণ কাজ করছেন।’
আরও পড়ুন… রুদ্ধশ্বাস ম্যাচে হারার পর বোলারদের দুষলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান
নিজের শততম একদিনের ম্যাচেও শতরান করেছিলেন শিখর ধাওয়ান। তাই তিনি এই কৃত্বিতের অনুভূতি বোঝেন। সেকারণে ম্যাচের জেতার পরে প্রতিপক্ষ ব্যাটার শাই হোপকে অভিনন্দন জানান ভারতের অধিনায়ক। ধাওয়ান বলেন, ‘আমার ১০০তম ওডিআই খেলায় যখন আমি ১০০ রান করেছিললাম তখন এটি একটি দুর্দান্ত অনুভূতি ছিল। শাই হোপ একই কাজ করেছেন, আমি তাকে এরজন্য অভিনন্দন জানাতে চাই।’
For all the latest Sports News Click Here