ওরা কথা দিয়ে কথা রাখেনি- RCB টিম ম্যানেজমেন্টের মিথ্যে আজও ভুলতে পারেননি চাহাল
যুজবেন্দ্র চাহাল বলেছেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রায় ১৪০টি ম্যাচ খেলেছিলেন। এরপরে তিনি আশা করেছিলেন যে তাঁকে হয়তো টিম ম্যানেজমেন্ট রেখে দেবে। এমন অবস্থায় নিলামে ওঠার আগে নাকি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছি। চাহালের মতে শেষ পর্যন্ত কথা দিয়ে কথা রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট। এরপরে চাহাল বলেছিলেন তিনি RCB টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও সারা পাননি।
আসলে চাহালের মতে, RCB-র তরফ থেকে সঠিকভাবে কোনও যোগাযোগ করা হয়নি। এরপরেই চটেছিলেন চাহাল। তিনি বলেছিলেন RCB তাঁকে বলেছিল যে বা বলা ভালো তারা চাহালকে প্রতিশ্রুতি দিয়েছিল যে RCB চাহালের জন্য নিলামে অল আউটে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ফলে রেগে গিয়েছিলেন চাহাল। তিনি নাকি রাজস্থানের হয়ে খেলতে গিয়ে RCB-র কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি।
যুজবেন্দ্র চাহাল বলেছেন, ‘আমি RCB-এর হয়ে প্রায় ১৪০ টি ম্যাচ খেলেছি, কিন্তু তারা আমার সঙ্গে সেভাবে কোনও যোগাযোগ করেনি। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমার জন্য অল আউট ঝাঁপাবে। তবে এটা হয়নি। এর পরে আমি খুব রেগে গিয়েছিলাম। আমি তাদের হয়ে ৮ বছর খেলেছিলাম। চিন্নাস্বামী স্টেডিয়াম আমার প্রিয় মাঠে ছিল। কিন্তু তারা আমার সঙ্গে এমনটা কী করে করল।’
আসলে ভারতের এই রাইট আর্ম লেগ ব্রেক স্পিনার নিজের বোলিং দিয়ে সকলের মন জিতেছেন। নিজের স্পিনের ম্যাজিকে প্রতিপক্ষকে একাধিকবার ধরাশায়ী করেছে। ভারতীয় দলের জার্সিতেতিনি যতটা ভয়ঙ্কর, তিনি ততটাই ভয়ঙ্কর ছিলেন নিজের ক্লাবের জার্সি গায়ে। আইপিএল-এ বারবার নজর কেড়েছিলেন তিনি। ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পরে ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে নাম লেখান তিনি। এরপর থেকে ২০২১ সাল পর্যন্ত, অর্থাৎ ৮টা মরশুম RCB -র হয়ে খেলেছিলেন তিনি। এর মধ্যেই ফ্র্যাঞ্জাইজির সঙ্গে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর।
তবে এই সবটাই ভেঙে যায় ২০২২এর নিলামে। সেই সময়ে RCB চাহালকে ছেড়ে দিয়ে নিলামের জন্য তুলেছিলেন। এরপরে নিলামে তাঁকে নেয়নি ব্যাঙ্গালোর। এরপরেই চটে যান চাহাল। কারণ তিনি ভেবেছিলেন তাঁকে হয়তো RCB আবার দলে নিয়ে নেবে। কিন্তু সেটা হয়নি। এই বিষয় নিয়ে ২ বছর পরে আবার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল। ইউটিউবের রণবীর শোতে এসে নিজের মনের যন্ত্রনার কথা বলেন যুজবেন্দ্র চাহাল। RCB ও তাঁর সম্পর্ক নিয়ে কথা উঠতেই চাহাল নিজের অতীতের ঘটনার কথা তুলে ধরেন। সেখানেই স্পষ্ট ছিল যে, চাহালকে তাঁর প্রাক্তন টিম ম্যানেজমেন্ট যা বলেছিল সেটা করেনি। চাহাল জানান, ‘এই ঘটনার পরে আমি দলের কারোর সঙ্গে কথা বলিনি, এমনকি কোচের সঙ্গেও কথা বলিনি। এরপরে আমি যখন RCB-র বিরুদ্ধে চিন্নাস্বামীতে খেলতে যাই, তখন আমি কারোর সঙ্গে কথা বলিনি।’
For all the latest Sports News Click Here