ওরকম বোলিং দেখি নি… কপিল আর অশ্বিনের মধ্যে বেছে নিলেন গম্ভীর
ভারতীয় দলের অভিজ্ঞ স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন গৌতম গম্ভীর। অশ্বিনকে মহান অলরাউন্ডার কপিল দেবের সঙ্গে তুলনা করেছেন গম্ভীর। প্রাক্তন কেকেআর অধিনায়কের মতে, ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের প্রভাব কপিল দেবের মতোই।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে কপিল দেবকে ছাড়িয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। অশ্বিন এই ম্যাচে মোট ছয় উইকেট নিয়েছিলেন। এখন টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৪৩৬টি। কপিল দেবের উইকেট ছিল ৪৩৪টি। একই সঙ্গে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন অশ্বিন। প্রথম টেস্টে ৬১ রানের ইনিংস খেলেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার।
স্টার স্পোর্টসে একটি কথোপকথনের সময়, গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অশ্বিন কপিল দেবের পরে ভারতের দ্বিতীয় সফল অলরাউন্ডার কিনা। এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, তিনি দ্বিতীয় নন, অশ্বিনকে প্রায় কপিল দেবের সমান বলেই মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘সম্ভাবত অশ্বিন দ্বিতীয় নন। আমি মতে তিনি কপিল দেবের সমান। কারণ তার প্রভাব দলে ব্যাপক। আমার মনে হয় দলে রবিচন্দ্রন অশ্বিনের প্রভাব কপিল দেবের সমানই ছিল। উনি পাঁচটা শতরান করেছেন। তবে আমি তথ্যের মধ্যে যেতে চাই না, কারণ ও সব খুবই জটিল হয়।’ যদি রবিচন্দ্রন অশ্বিন এবং কপিল দেবের তুলনা করা হয় তাহলে দেখা যাবে, অশ্বিন এখনও পর্যন্ত ৮৫টি টেস্ট ম্যাচে ২৭.১৪ গড়ে ২৯০৫ রান করেছেন। অন্যদিকে, কপিল দেব ১৩১টি টেস্ট ম্যাচে ৩১.০৫ গড়ে ৫২৪৮ রান করেছেন, যার মধ্যে আটটি সেঞ্চুরি রয়েছে।
For all the latest Sports News Click Here