ওয়ার্নের মৃত্যুতে স্তম্ভিত তার সন্তানরা, এখনও বাবার মৃত্যু তাদের কাছে দুঃস্বপ্ন
শুভব্রত মুখার্জি: থাইল্যান্ডের কো সামুই দ্বীপে নিজের ভিলাতে থাকার সময়কালেই হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে নিজের প্রাণ হারান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। শুক্রবার হঠাৎ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরবর্তীতে গোটা বিশ্বও এখন বিশ্বাস করে উঠতে পারেনি ওয়ার্নের এই অকাল মৃত্যুকে। ব্যতিক্রম নন ওয়ার্নের তিন ছেলে-মেয়েও। এমনটাই জানিয়েছেন ওয়ার্নের ম্যানেজার।
ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরসকাইন জানিয়েছেন ওয়ার্নের ছেলে, মেয়েদের কাছে তাদের বাবার মৃত্যু এখনও ‘ বাজে স্বপ্নের’ মতো। উল্লেখ্য থাইল্যান্ডে ছুটি কাটানোর সময়তে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়েই ওয়ার্নের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এরসকাইন জানিয়েছেন ‘ওয়ার্নের তিন সন্তান গভীরভাবে শোকাহত। তারা সম্পূর্ণভাবে স্তম্ভিত। আমি তাদের সঙ্গে কথা বলেছি। ওয়ার্নের ছেলে জ্যাকসন জানিয়েছেন তারা এখনও আশা করছেন যেন তাদের বাবা ছুটি কাটিয়ে দরজা দিয়ে ঢুকবে এমনটাই ভাবছেন তারা। এটা তাদের কাছে একটা বাজে স্বপ্নের মতো।’
প্রসঙ্গত ওয়ার্নের প্রাক্তন স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে তার তিন সন্তান রয়েছে: জ্যাকসন, সামার এবং ব্রুক। উল্লেখ্য ২০০৫ সালের ওয়ার্নও তার স্ত্রী কালাহানের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। ১০ বছর ধরে তারা বিবাহিত ছিলেন। থাইল্যান্ডে ওয়ার্ন ছুটি কাটাচ্ছিলেন তার বন্ধুদের সঙ্গে। সেখানে তার বন্ধুরা যখন তাকে রাতে ডিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন তখন তারা উত্তর না পেয়ে দরজা খুলে ঘরে ঢুকেই খারাপ খবরটি পান। থাইল্যান্ড পুলিশ অবশ্য এই মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু না বলে স্বাভাবিক হিসেবেই গণ্য করছে।
For all the latest Sports News Click Here