ওয়ার্কলোড কমাতে আমাকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতেই হত: বিরাট কোহলি
শুভব্রত মুখার্জি
ইংল্যান্ড সফরের পরেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন টি-২০ বিশ্বকাপ শেষ হলে তার পরেই তিনি ভারতের টি-২০ ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন। তার কয়েকদিনের মধ্যেই তিনি ঘোষণা করেন এই মরশুমের শেষে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছাড়বেন। বিষয়টি নিয়ে এতদিন পরে মুখ খুললেন বিরাট কোহলি। জানিয়ে দিলেন নিজের উপর ওয়ার্কলোড কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে কোনও একদিন এই সিদ্ধান্ত নিতেই হতো। তাই এই সময়কেই তিনি সঠিক সময় হিসেবে বেছে নিয়েছেন। কারণ, কোনও পদ আঁকড়ে থাকার মানুষ তিনি নন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে সরানোর দাবি উঠছিল। তারপরেই কার্যত বিরাট এই সিদ্ধান্ত নিয়ে নেন। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপ অধিনায়ক হিসেবে বিরাটের শেষ বিশ্বকাপ এবং আরসিবি অধিনায়ক হিসেবেও এটাই তার শেষ আইপিএল।
অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁর রেকর্ড ঈর্ষনীয় হলেও সংক্ষিপ্ত ফর্ম্যাটে সেইভাবে সাফল্য আসেনি। ২০১৯ সালের পর থেকে তাঁর ব্যাট থেকে কোনও আন্তর্জাতিক শতরান আসেনি। ফলে তাঁর উপরও চাপ বেড়েছে। আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানান, ‘কাজের চাপ বিষয়টা মাথায় রাখতে হয়। তাছাড়া যে দায়িত্ব সেটা পালনে আমি কোনও অসততা দেখাতে চাইনি। যদি কোনো কিছুতে ১২০ শতাংশ দিতে না পারি, তাহলে সেটা আঁকড়ে থাকার মানুষ আমি নই। জোর করে কোনো কিছু করার লোক আমি না। এই ব্যাপারে সবসময় আমি পরিষ্কার।’
উল্লেখ্য ২০১৩ সালে ড্যানিয়েল ভেত্তোরি আরসিবির অধিনায়কত্ব ছাড়ার পরেই দায়িত্ব নিয়েছিলেন বিরাট। তার নেতৃত্বে আইপিএলে এখনও পর্যন্ত ব্যাঙ্গালোর কোনও শিরোপা জিততে পারেনি। তিনি আরও যোগ করেন, ‘একটা সময় আমাকে আমার ওয়ার্কলোডকে ম্যানেজ করতেই হত। আমার পক্ষে ভারতের হয়ে সব ফর্ম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাটিং করে যাওয়াটা কঠিন হয়ে উঠছিল। একজন ব্যাটার হিসেবে তোমাকে মাথায় রাখতেই হবে যেন তুমি তোমার দলকে তোমার সেরাটা উপহার দাও।’
For all the latest Sports News Click Here