ওয়ান ডে সিরিজের আগে মোমেন্টাম দরকার ছিল, আজকের ম্যাচে সেটা পেলাম: নিগার সুলতানা
শুভব্রত মুখার্জি: নিজেদের দেশের মাটিতে ভারতীয় মহিলা দলের কাছে টি-২০ সিরিজ আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ মহিলা দল। ফলে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল নিয়মরক্ষার ম্যাচ। সিরিজ বাঁচিয়ে রাখার সুবর্ণ সুযোগ দ্বিতীয় ম্যাচেই নষ্ট করেছিলেন নিগার সুলতানারা। ভারতকে মীরপুরে দ্বিতীয় টি-২০’তে ৯৫ রানে আটকে দেওয়ার পরেও সেই ম্যাচ জিততে না পারার আক্ষেপ তৃতীয় ম্যাচে মেটাতে পেরেছেন শামিমা সুলতানারা।
সিরিজের শেষ টি-২০ ম্যাচ জেতার পরে অধিনায়ক নিগার সুলতানা যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সেকথা ধরা পড়েছে তাঁর গলাতে। তিনি জানিয়েছেন, ‘ওয়ান ডে সিরিজের আগে মোমেন্টাম দরকার ছিল আমাদের। আজকের ম্যাচে আমাদের বোলিংয়ে সেটা পেলাম।’
প্রসঙ্গত দ্বিতীয় টি-২০’তে জয়ের জন্য ৯৬ রান তাড়া করতে নেমে একটা সময়ে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ৮৬। ৮ বলে দরকার ছিল ১০ রান। সেখান থেকে সবকটি উইকেট হারিয়ে ৮ বলে মাত্র ১ রান করে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই জ্বালা এদিন কিছুটা হলেও মেটালো তারা।
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: শুক্রবার শুরু যশ ধুলদের এশিয়া কাপ অভিযান, ভারত-পাক ম্যাচ কবে? কোন চ্যানেলে খেলা দেখা যাবে?
ম্যাচ জিতে নিগার সুলতানা জানান, ‘ওয়ান ডে সিরিজের আগে আমাদের মোমেন্টাম দরকার ছিল। আজকের ম্যাচে আমাদের বোলিংয়ে সেটা পেলাম। যেভাবে আজকে আমরা বোলিং করেছি তা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আজকে বোলাররা নিজেদের জাতটা চিনিয়ে দিয়েছে। গত ম্যাচের পরে আমরা এই ম্যাচে সকলেই আত্মবিশ্বাসে ভরপুর ছিলাম। আমরা জানতাম কি করতে সমর্থ আমরা। আমাদের পজিটিভ ক্রিকেটটা খেলতে হতো। আমি জানি ওদের সামর্থ্য। আমাদের সামর্থ্য রয়েছে ভালো দলকে হারানোর।’
এদিন ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করে। ফের একবার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে ভারতীয় দল। একা কুম্ভ হয়ে লড়াই চালান অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি ৪১ বল খেলে করেন ৪০ রান। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন জেমিমা রডরিগেজ। ২৬ বলে ২৮ রান করেন তিনি। রাবেয়া খান ১৬ রানে ৩ উইকেট নেন।
আরও পড়ুন:- Duleep Trophy 2023 Final: পূজারার মুকুটে নতুন পালক, জাফরকে টপকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতের পঞ্চপাণ্ডবের দলে চেতেশ্বর
জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতে চার উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানা করেন ৪২ রান।এছাড়া বলার মতো রান পাননি আর কোনও ব্যাটার। অধিনায়ক নিগার ১৪ এবং সুলতানা খাতুন করেন ১২ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিন্নু মণি এবং দেবিকা বৈদ্য।
For all the latest Sports News Click Here