ওয়ান ডে ও টি-২০ দলের ক্যাপ্টেন বদল ওয়েস্ট ইন্ডিজের, নতুন দায়িত্ব পেলেন কারা?
বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের একদিন এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক পরিবর্তন হতে চলেছে। এবার ওডিআই দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে শাই হোপকে। অন্যদিকে রোভম্যান পাওয়েল অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন টি-টোয়েন্টি দলে। উল্লেখ্য নিকোলাস পুরান গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান।
শাই হোপ এবং রোভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হলেও তারা প্রত্যেককেই নিকোলাস পূরানের অধীনে সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন তারা।
অধিনায়ক পরিবর্তন করার পর ওয়েস্ট ইন্ডিজের এখন পাখির চোখ আগামী বিশ্বকাপ। এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। যোগ্যতা অর্জনের জন্য লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়েতে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার রাস্তা রয়েছে ক্যারিবিয়ানদের। যা জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে। আইসিসির একদিনের দলের ক্রমতালিকায় বর্তমানে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের থেকেও পিছনে ব্রায়ান লারার দেশ।
এইরকম সময়ে আগামী বিশ্বকাপের জন্য সম্ভাব্য অধিনায়ক হতে চলেছেন হোপ। আঞ্চলিক সুপার ৫০-এ বার্বাডোজকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে তাঁর গড় ৪৮.৯৫। দায়িত্ব পাওয়ার পর হোপ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া খুবই গর্বের ও সৌভাগ্যের। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন একজন শিশু ক্রিকেটারও দেখে। আমার সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। অধিনায়কত্ব পাওয়াটা শুধু আমার এবং আমার দলের জন্য তাৎপর্যপূর্ণ নয়। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সুযোগটি আমাকে দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কে সঠিক পথে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। আমি আশা করছি একদিনের ক্রিকেট দলের হয়ে অনেকদিন অধিনায়ক থাকব।’
অন্যদিকে পাওয়েলেরও অধিনায়কত্বের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পাওয়েল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আমি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখছি। আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে বিশ্বাস করি এবং ম্যাচে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’
For all the latest Sports News Click Here