ওয়ানডে সিরিজ জয়, ক্যারিবিয়ান সিরিজের সেরা ‘প্রাপ্তির’ কথা জানালেন রোহিত
শুভব্রত মুখার্জি: টি-২০ ক্রিকেটে ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক হিসেবে তার যাত্রা আগেই শুরু হয়েছিল নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে। তবে ওয়ানডেতে পূর্নাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা তার যাত্রা শুরু করলেন ঘরের মাঠে ক্যারিবিয়ান সিরিজের মধ্যে দিয়েই। সিরিজে ৩-০ ফলে ক্যারিব বাহিনীকে দুরমুশ করে বড় জয় তুলে নিয়েছে রোহিত বাহিনী। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজে ভারতীয় দলকে সেইভাবে পরীক্ষার মধ্যেই ফেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সিরিজ জয়ের পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোহিত জানিয়ে দিলেন সিরিজ থেকে তার সেরা প্রাপ্তির কথা।
প্রসঙ্গত দ্বিতীয় ওয়ানডের মতন তৃতীয় ওয়ানডেতেও ভারতীয় ব্যাটিং শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। ৪২ রানে তারা হারিয়েছিল তিন উইকেট। এরপর শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্তের জুটি ভারতকে ম্যাচে লড়াইতে ফেরায়। শ্রেয়স ৮০ এবং পন্ত ৫৪ রানের ইনিংস খেলেন। তাদের যোগ্য সঙ্গত দেন দীপক হুডা (৩৮) এবং ওয়াশিংটন সুন্দর (৩৩)। আলজারি জোসেফ তার এক ওভারে পরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দিয়েছিলেন। তবে আইয়ার, পন্তরা কোন দুর্ঘটনা ঘটতে দেননি। ভারত ২৬৫ রান তুলতে সমর্থ হয়েছিল। জবাবে ৩৭.১ ওভারে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজরা। উল্লেখ্য ভারতের সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ১৩টি ওয়ানডে ম্যাচে এটি রোহিতের ১১তম জয়।
তিনটি ম্যাচেই উইন্ডিজ দলকে ভারত ২০০ রানের নীচে বেঁধে ফেলতে সক্ষম হয়। সিরিজ জয়ের পরে উচ্ছ্বসিত রোহিত জানালেন ‘ আমি এখন এই সব (অধিনায়কত্বের) পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি না। এই সিরিজে একাধিক বক্সে আমরা টিক দিতে সমর্থ হয়েছি। এই সিরিজ থেকে আমরা যা যা চেয়েছিলাম কার্যত সব জিনিসকেই আমরা পেতে সমর্থ হয়েছি। আমরা যখন খেলি তখন আলাদা একটা উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। সবাই আমাদের খেলা ফলো করে। আমাদেরকে অনুসরণ করে। একজন ক্রিকেটার হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমরা জানি আমাদের ঠিক কোন জায়গায় লক্ষ্য স্থির করতে হবে। বাইরে আলোচনা আমাদের ড্রেসিংরুমে প্রভাব ফেলে না। আমাদের মিডল অর্ডার ব্যাটিং অসম্ভব ভাল। এই সিরিজ থেকে এটাই আমাদের সেরা প্রাপ্তি। আজকের ম্যাচে ও আমরা ৪০/৩ হয়ে গেছিলাম। আমাদের মতে এই সিরিজ থেকে অধিনায়ক হিসেবে এটাই আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি বিরাট প্রাপ্তি হিসেবে।’
For all the latest Sports News Click Here