ওয়াংখেড়ে ODI-এ লজ্জার লিস্টে নাম উঠল অজিদের, ‘রেকর্ড’ থাকল বাংলাদেশের কাছেই
শুভব্রত মুখার্জি: শুক্রবার ওয়াংখেড়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ওয়াংখেড়ে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জিতে সিরিজে ১-০ ফলে লিড নিয়েছে ভারতীয় দল। ১৯ ওভারে ২ উইকেটে ১২৯ রান থেকে সকলকে হতবাক করে দিয়ে ৩৫.৪ ওভারেই অল আউট হয়ে যায় অজিরা। মাত্র ১৮৮ রানে অলআউট হয় স্টিভ স্মিথ বাহিনী। আর এত কম রানে অলআউট হয়ে ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অন্যতম কম রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জার নজির গড়ল অজিরা।
প্রসঙ্গত ওয়াংখেড়েতে ওয়ানডেতে সবথেকে কম রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জার নজির রয়েছে বাংলাদেশের। টাইগাররা ১৯৯৮ সালে ভারতের বিরুদ্ধে ৩৬.৩ ওভারে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবোয়ে। ১৯৮৭ সালে ভারতের বিরুদ্ধে তারা অল আউট হয়েছিল ১৩৫ রানে। ওয়াংখেড়ের ২২ গজে সর্বশেষবার কম রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেবার নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। আজকের অস্ট্রেলিয়ার এই ১৮৮ রানে অলআউট হয়ে যাওয়া ওয়াংখেড়ের সর্বনিম্ন ওয়ানডে স্কোরের তালিকায় জায়গা করে নিয়েছে ছয় নম্বরে।
এদিন প্রথমে ব্যাট করতে নামা অজিদের হয়ে দুরন্ত ব্যাটিং করেন মিচেল মার্শ। ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া স্টিভ স্মিথ (২২) এবং জস ইঙ্গলিশ (২৬) ব্যাক হাতে কিছুটা লড়াই করেন। তাছাড়া বলার মতন রান পায়নি কোনও অজি ব্যাটার। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের আগুনে পেস বোলিংয়ে তাসের ঘরের মতন ভেঙে পড়ে অজি ব্যাটিং। দুজনেই তিনটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে কেএল রাহুলের অপরাজিত ৭৫ এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত ৪৫ রানে ভর করে বড় জয় নিশ্চিত করে ভারতীয় দল। ১০ ওভারেরও বেশি অর্থাৎ ৬১ বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে ভারত।
For all the latest Sports News Click Here