ওভালে ইংল্যান্ডের ব্যাজবলের ধারেকাছে গেল না প্রথম ODI-এ ভারত আর উইন্ডিজের রানরেট
দল যতই ল্যাজেগোবরে হোক না কেন, টেস্ট ফর্ম্যাটেও অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলে চলেছে ইংল্যান্ড। এতে ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ব্রিটিশরা মাত্র ২৮৩ রানে অলআউট হয়ে গিয়েছে। তাতেও তাদের ‘কুছ পরোয়া নেহি মনোভাব’।
ওভাল টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড টিমের ব্যাজবল ক্রিকেটের ধারেকাছে গেল না প্রথম ওডিআই-এ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের রানরেট। উইন্ডিজ প্রথমে ব্যাট করে ৪.৯৭ রানরেটে ২৩ ওভারে মাত্র ১১৪ রান করে অল আউট হয়ে যায়। ভারত ১১৫ রান করতে নেমে লাগিয়ে দেয় ২২.৫ ওভার। ৫.১৬ গড়ে রান তোলে তারা। সেখানে ইংল্যান্ড ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৫.১৭ গড়ে রান তোলে। ওডিআই খেলতে নেমেও, টেস্ট ম্যাচে ইংল্যান্ড যে আগ্রাসন দেখাল, তার সামনে পিছিয়ে পড়ল ভারত, ওয়েস্ট ইন্ডিজ- দুই দলই।
আরও পড়ুন: ফের মাঠে মেজাজ হারালেন রোহিত, এবার রোষের মুখে মুম্বইয়ের সতীর্থ- ভিডিয়ো
বৃহস্পতিবার ব্রিজটাউনে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারা টিম ইন্ডিয়া। ১৬৩ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় রোহিত অ্যান্ড কোম্পানি। প্রথমে ব্যাট করে মাত্র ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে মাত্র ২২.৫ ওভারেই ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে দুরন্ত কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ৫২ রান করেন ইশান কিষাণ। এই ত্রয়ীর পারফরম্যান্সে ভর করে প্রতিপক্ষকে ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায় ভারত।
আরও পড়ুন: বিশ্বকাপে ই-টিকিটের ব্যবস্থা করতে পারল না BCCI
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্বকাপের মহড়া সেরে রাখতে চেয়েছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। সেই অনুযায়ী ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় ভারত। ৫ উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। অন্যদিকে ব্যাট করতেই নামেননি বিরাট কোহলি। তবে প্রথম পরীক্ষায় শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শার্দুল ঠাকুররা নিরাশ করলেন।
এদিকে অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে ফের ল্যাজেগোবরে হল ইংল্যান্ডের ব্যাটিং। পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা দেখে তেমনটাই মনে হতে বাধ্য। প্রথমে ব্যাট নিয়ে যেখানে বড় স্কোর খাড়া করার সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে, সেখানে ব্যাজবল খেলতে গিয়ে চাপে পড়ে গেল ব্রিটিশরা। প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৬১ করে ফেলেছে। তারা আর ২২২ রানে পিছিয়ে রয়েছে। শুক্রবার দ্বিতীয় দিনে অজিদের সামনে বড় রান তোলার সুযোগ রয়েছে।
For all the latest Sports News Click Here