ওভালে অস্ট্রেলিয়ার পরিত্রাতা সেই স্মিথ, ব্রিটিশদের জ্বালাতন করলেন কামিন্স-মার্ফি
ব্যাট হাতে ফের অস্ট্রেলিয়ার পরিত্রাতা হয়ে দেখা দেন স্টিভ স্মিথ। ওভালে চলতি অ্যাশেজের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডকে টপকাতে সক্ষম হয় স্মিথের লড়াকু হাফ-সেঞ্চুরির সুবাদেই। যদিও শেষবেলায় ব্যাট হাতে দলের ইনিংসে কার্যকরী অবদান রাখেন টড মার্ফি ও অজি অধিনায়ক প্যাট কামিন্স। সব মিলিয়ে ব্যাট-বলের উত্তেজক লড়াই চলছে অ্যাশেজের শেষ টেস্টে।
ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৬১ রান তোলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান উসমান খোয়াজা ও মার্নাস ল্যাবুশান। তবে উডের বলে ল্যাবুশান স্লিপে জো রুটের হাতে ধরা পড়ার পরে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ল্যাবুশান ৮২ বলে ৯ রানের ঠুকঠুকে ইনিংস খেলে মাঠ ছাড়েন। দীর্ঘ সময় ক্রিজে থেকেও তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি।
একপ্রান্ত আঁকড়ে লড়াই চালান স্মিথ। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ দলের হয়ে সব থেকে বেশি ৭১ রান করে মাঠ ছাড়েন স্টিভ। ১২৩ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি।
আরও পড়ুন:- Deodhar Trophy 2023: ৩৮ বলে ৬৪ দরকার, হাতে ছিল ২ উইকেট, ব্যাটে ঝড় তুলে বোলাররা জেতালেন পশ্চিমাঞ্চলকে
এছাড়া ১৫৭ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন উসমান খোয়াজা। ৫ বলে ৪ রান করে আউট হন ট্র্যাভিস হেড। ২৮ বলে ১৬ রান করে ক্রিজ ছাড়েন মিচেল মার্শ। ২৩ বলে ১০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান অ্যালেক্স ক্যারি। ১৮ বলে ৭ রান করে আউট হন মিচেল স্টার্ক।
নয় নম্বরে ব্যাট করতে নেমে প্যাট কামিন্স ৮৬ বলে ৩৬ রান করেন। তিনি ৪টি চার মারেন। দশ নম্বরে ব্যাট করতে নেমে টড মার্ফি ৩৯ বলে ৩৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ৭ বলে ৬ রান করে অপরাজিত থাকেন জোশ হেজেলউড। অস্ট্রেলিয়া ৩১ রান সংগ্রহ করে অতিরিক্ত হিসেবে।
আরও পড়ুন:- ভারতীয় ক্রিকেটার থেকে এখন শুধুই ভারতীয়, তবে কি হতাশায় খেলা ছাড়ছেন ভুবনেশ্বর? সোশ্যাল মিডিয়ায় কীসের ইঙ্গিত?
শেষমেশ ১০৩.১ ওভারে ২৯৫ রান তুলে প্রথম ইনিংসে অল-আউট হয় অস্ট্রেলিয়া। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১২ রানের ছোটখাটো লিড আদায় করে নেন কামিন্সরা। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন ক্রিস ওকস। ২টি করে উইকেট দখল করেন স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জো রুট। ১টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়।
For all the latest Sports News Click Here