ওপেনিং জুটিতে উইন্ডিজকে টপকে বিরাট রেকর্ড রোহিত-যশস্বীর,ভারতীয় ক্রিকেটে এই প্রথম
ডমিনিকায় ইতিহাস গড়লেন ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। নিজেদের ৯ দশকের টেস্ট ইতিহাসে ভারতের আর কোনও ওপেনিং জুটি যা করে দেখাতে পারেননি, রোহিতরা গড়লেন তেমনই নজির।
ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ওপেনিং জুটিতেই ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসকে টপকে যায়। ভারতের ৯১ বছরের টেস্ট ইতিহাসে এর আগে কখনও ওপেনিং জুটিতে প্রতিপক্ষ দলের প্রথম ইনিংসকে টপকানোর ঘটনা ঘটেনি। এই প্রথম দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান প্রথম ইনিংসের নিরিখে লিড এনে দেন টিম ইন্ডিয়াকে।
তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে সব থেকে বেশি রানের ওপেনিং জুটি গড়ে তোলেন রোহিত-যশস্বী। তাঁরা ভেঙে দেন বীরেন্দ্র সেহওয়াগ ও সঞ্জয় বাঙ্গারের রেকর্ড। সেহওয়াগ ও বাঙ্গার ২০০২ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২০১ রান যোগ করেছিলেন ভারতের ইনিংসে। রোহিত-যশস্বী ডমিনিকায় টপকে গেলেন সেহওয়াগদের। অর্থাৎ, দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি টপকান রোহিত-জসওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্টে এটাই ভারতের সব থেকে বেশি রানের ওপেনিং জুটি। সেদিক থেকেও দুর্দান্ত রেকর্ড গড়েন রোহিত-যশস্বী। তাঁরা ভেঙে দেন ওয়াসিম জাফর ও বীরেন্দ্র সেহওয়াগের নজির। ২০০৬ সালে সেল্ট লুসিয়ায় ওপেন করতে নেমে সেহওয়াগ-জাফর ১৫৯ রান যোগ করেন দলের ইনিংসে। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে রোহিতদের নামে।
For all the latest Sports News Click Here