ওদের লড়াই ওদেরকেই লড়তে দিন, কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে সৌরভ গা বাঁচানোয় ক্ষোভ
সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতদের প্রতিবাদ জারি রয়েছে সমানে। মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে প্রতিবাদে উত্তাল জাতীয় কুস্তিমহল। সুবিচার চেয়ে যন্তর মন্তরে দেশের প্রথমসারির কুস্তিগিরদের ধর্না নাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রীড়ামহলকে। সমাজের সর্বস্তর থেকে অল্প-বিস্তর সমর্থনও পেতে শুরু করেছেন প্রতিবাদী কুস্তিগিররা। তবে আইপিএলের আবহে অদ্ভুতভাবে এমন বিতর্কিত বিষয় থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেছে ক্রিকেটমহল।
কপিল দেব ছাড়া প্রথম সারির তেমন কোনও বর্তমান বা প্রাক্তন ক্রিকেটারকেই এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনিও গা বাঁচিয়ে চলার চেষ্টা করেন। যদিও সৌরভের সেফ খেলার এই প্রচেষ্টাই প্রবল সামলোচনা তৈরি করে সোশ্যাল মিডিয়ায়। এমনকি নেটিজেনরা সৌরভকে মেরুদণ্ডহীন বলে কটুক্তি করতেও পিছপা হচ্ছেন না।
শুক্রবার একটি অনুষ্ঠানে সৌরভের কাছে কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওদের লড়াই ওদেরকেই লড়তে দিন। আমি জানি না ওখানে ঠিক কী ঘটেছে। শুধু খবরের কাগজে যতটুকু পড়েছি। ক্রীড়াজগতে একটা বিষয় আমি উপলব্ধি করেছি যে, সম্পূর্ণ অবগত না হলে কোনও বিষয়ে কথা বলা উচিত নয়।’
সৌরভ আরও যোগ করেন, ‘আমি চাই সমস্যার তাড়াতাড়ি সমাধান হোক। কুস্তিগিররা দেশের জন্য বহু পদক জিতেছে এবং দেশকে গৌরব এনে দিয়েছে। সুতরাং, সমস্যা মিটে যাওয়া দরকার।’
আরও পড়ুন:- PAK vs NZ: সব থেকে কম ইনিংসে ৫০০০-এর শিখরে বাবর আজম, আমলার বিশ্বরেকর্ড ভাঙলেন পাক দলনায়ক, পিছিয়ে পড়লেন কোহলি
উল্লেখ্য, সৌরভ এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকায় আইপিএলে ব্যস্ত রয়েছেন। তার ফাঁকেই এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আরও পড়ুন:- রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, তার পরেই KKR, ফেসবুকে জনপ্রিয়তায় বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও টেক্কা কলকাতার
চলতি আইপিএলে সৌরভের দল দিল্লি ক্যাপিটালস মোটেও স্বস্তিতে নেই। তারা নিজেদের প্রথম ৯টি লিগ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩টি ম্যাচ। হেরেছে ৬টি ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে দিল্লি। এখনও খাতায়-কলমে প্লে-অফের দরজা খোলা রয়েছে দিল্লির সামনে। তবে শেষ চারের রাস্তা যে নিতান্ত কঠিন, সেটা বোঝেন সৌরভরাও।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here