ওডিআই কি বিপন্ন? ফুৎকারে প্রশ্ন উড়িয়ে দিয়ে কী বললেন রোহিত শর্মা
শুভব্রত মুখার্জি: ফ্রাঞ্চাইজি টি-২০ লিগের জমানাতে কিছুটা হলেও বিপন্ন ওয়ানডে ক্রিকেট। বেন স্টোকসের ওয়ানডে থেকে হঠাৎ করে অবসর নেওয়ার পরবর্তীতে সেই বিষয়টি বারবার সামনে এসে পড়েছে। তবে এবার সেই ‘বিপন্ন’ ওয়ানডে ক্রিকেটের পাশেই দাঁড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের স্পষ্ট কথা আজকে আমার যে নাম, যশ, খ্যাতি তার জন্য ওয়ানডে ক্রিকেটের কাছেই আমি ঋণী।
আরও পড়ুন: নো সুগার, ৫ ঘণ্টা জিম! ফর্মে ফিরতে কোহলির জীবনে বিরাট বদল
প্রসঙ্গত ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে দু-দুটি দ্বিশতরান। ওয়ানডে ক্রিকেটের বিষয়ে বলতে গিয়ে রোহিতের বক্তব্য ‘আমার নাম তো হয়েছে ওয়ানডে ক্রিকেট থেকেই। ওয়ানডের ভবিষ্যত নিয়ে এই কথা বার্তা সব বেকার কথা। মানুষজন তো এর আগে এক কথা টেস্ট ক্রিকেটকে নিয়েও বলেছে। আমার কাছে ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ। তা সে যে কোনও ফর্ম্যাটেই খেলা হোক না কেন। আমি কখনও এটা বলব না যে ওয়ানডে শেষ হয়ে যাচ্ছে, টি-২০ শেষ হয়ে যাচ্ছে বা টেস্ট ম্যাচ শেষ হয়ে যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন ‘ছোটবেলা থেকেই ভারতের হয়ে খেলার বিষয়ে স্বপ্ন দেখেছি। আমরা যখনই ওয়ানডে ম্যাচে খেলেছি দর্শক পরিপূর্ণ স্টেডিয়ামেই খেলেছি। একজন ব্যক্তি কোন ফর্ম্যাটে খেলবেন বা খেলবেন না তা সে বেছে নিতেই পারেন। তবে আমার কাছে তিনটি ফর্ম্যাটেই খেলাটা গুরুত্বপূর্ণ। আমি জানি না সবাই আন্তর্জাতিক ক্রিকেট না খেলে ফ্রাঞ্চাইজি লিগ খেলা নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ভবিষ্যতে হয়ত আরও এমন দশটা লিগ শুরু হবে। তারপরে হয়ত আমরা ক্রিকেটারদের ইচ্ছা-অনিচ্ছার বিষয়টি আরও স্পষ্টভাবে জানতে পারব। তবে এই মুহূর্তে বলতে পারি ভারতবর্ষের ক্রিকেটে পরিস্থিতি তিন ফর্ম্যাট নিয়েই বদলায়নি। একাধিক ক্রিকেটার সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য হল বেঞ্চের শক্তি বৃদ্ধি। সেই কারণেই জিম্বাবোয়ে সফরে আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলের হয়ে প্রথমবার সফরে যাচ্ছে। শাহবাজ, রাহুল ত্রিপাঠীদের জন্য এটা দারুণ সুযোগ। ওরা খুব ট্যালেন্টেড। আমি নিশ্চিত ওরা এই সুযোগটা দুহাতে লুফে নেবে।’
For all the latest Sports News Click Here