ওড়িশা নয়, কলকাতায় পাবে সেরা রসগোল্লা! পড়শি রাজ্যের ঘর ভাঙিয়ে খোঁচা লাল-হলুদের
রসগোল্লা কার? বাংলার না ওড়িশার? দুই রাজ্যের মধ্যে দড়ি টানাটানি রয়েছেই। এবার সেই ওড়িশার থেকেই দল গোছানো শুরু করল ইস্টবেঙ্গল। শেষ হয়েছে ২০২২-২৩ ফুটবল মরশুম। আগামী মরশুম শুরুর আগেই দল গুছিয়ে নিতে মরিয়া আইএসএলের দলগুলি। ইতিমধ্যেই মোহনবাগান এসজি কামিংসকে তুলে নিয়ে চমক দিয়েছে। এবার ইস্টবেঙ্গলও নতুন মরশুমের জন্য তুলে নেওয়া প্রথম ফুটবলারের নাম ঘোষণা করল। গত বছরের বিস্তর টালবাহানা ও দলের হতাশাজনক পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে এই বছর শুরু থেকেই দল গোছাতে লেগে পড়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে লাল হলুদ শিবিরে যোগ দিলেন ভারতীয় ফুটবলার নন্ধাকুমার সেকর। জাতীয় দলের এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল।
নন্ধাকুমার গতবারে ওড়িশা এফসির হয়ে মরশুমে অসাধারণ খেলেছেন। ওড়িশার প্রথম সুপার কাপ জেতার পিছনের অন্যতম কারিগর এই নন্ধাকুমার। তখনই সবার নজর কাড়েন তিনি। গত মরশুমের আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোল করেন সেকর। এহেন প্লেয়ারকে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গলে সমর্থকরা।
কার্লোস নন্ধাকুমার সেকরের বিষয়ে কোচ কার্লোস কুয়াদ্রাত জানান, ‘নন্ধাকুমার আইএসএল এবং সুপার কাপের শেষ মরশুমে অসাধারণ ফুটবল খেলেছেন। নন্ধাকুমার বর্তমানে তাঁর কেরিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। নিজের খেলার অনেক উন্নতি করেছেন সেকর।’ এর সঙ্গে সঙ্গেই কার্লোস মনে করছেন নন্ধাকুমার আসায় তাঁর দলের আক্রমণ বিভাগ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। ২৭ বছর বয়সী এই উইঙ্গার সুপার কাপে ভারতীয় ফুটবলারদের মধ্যে গোল করার নিরিখে প্রথম স্থানে ছিলেন। লাল-হলুদ শিবিরে যোগ দেওয়ার পর তিনি বলেন, ‘প্রত্যেক ভারতীয় ফুটবলের একটা স্বপ্ন থাকে যে তারা ইস্টবেঙ্গলের মতো বড় এবং ঐতিহ্যশালী ক্লাবে খেলবে। ঘটনাচক্রে আমার কেরিয়ারে প্রথম গোল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তবে আমি এখন এই দলের অংশ। নিজের সবটুকু দিয়ে দলকে সাফল্য এনে দিতে চাই।’
গত বছরের বিপর্যয়ের পর এই মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা। গত মরশুমের কোচ থেকে অনেক ফুটবলারকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন তারা। দল গঠনের বিষয়ে কোনো রকম খামতি রাখতে চাইছে না লাল হলুদ শিবির। গত কয়েক মরশুমের ব্যর্থতা কাটিয়ে ফের মশাল জ্বালাতে চাইছেন তারা। সেই লক্ষ্যেই এবার সই করানো হলো জাতীয় দলের ফুটবলারকে। এখন দেখার আর কোন কোন ফুটবলারদের দলে নেন কার্লোসরা।
For all the latest Sports News Click Here