ওড়িশার জঙ্গলে চোখে কাঁটা ঢুকে রক্তারক্তি, এখন কেমন আছেন ‘বাঘা যতীন’ দেব?
এই বছর পুজোয় নতুন চমক দেবের। বিপ্লবী বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বায়োপিক নিয়ে হাজির হবেন টলিউডের এই হার্টথ্রব নায়ক। কিছুদিন আগেই এই ছবির শ্যুটিং-এ ওড়িশা পৌঁছেছিল গোটা টিম। বুড়িবালামের যুদ্ধের হাইভোল্টেড সিকুয়েন্সের শ্যুটিং। কিন্তু হঠাৎ করেই ঘটল বিপত্তি। বারিপদার জঙ্গলে গভীর রাতে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন দেবের চোখ গুরুতর জখম হয়। চোখের সাদা অংশে একটি কাঁটা ঢুকে যায় দেবের।
অভিনেতা জানান, ‘রাতের অন্ধকারে শ্যুটিং চলছিল, ওই জঙ্গলটা অনেক বড়। শ্যুটিং করা খুব কঠিন। চোখের সাদা অংশটায় কাঁটা ঢোকে, একটুর জন্য রক্ষে পেয়েছি। চোখের মণিতে কাঁটাটা বেঁধেনি। সঙ্গে সঙ্গে প্যাক আপ। এরপর ওড়িশার হাসপাতালে গেলে ওরা লোকাল অ্যানেস্থেসিয়া করে কাঁটা বার করে দেয়’।
বুধবারেই কলকাতায় ফিরে এসেছেন দেব। আপতত রয়েছেন বিশ্রামে, দিন কয়েক লাইট-ক্যামেরা অ্যাকশনের জগত থেকে দূরেই থাকবেন দেব। সুস্থ হয়ে ফের কাজে ফিরবেন। দেব জানিয়েছেন, ‘এক চোখে দেখাটা কত্ত কঠিন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, যদিও দিনের শেষে সবাই নিজেদের মতো করে লড়াই করছে’।
এদিন ইনস্টাগ্রামে দেব নিজের হেলথ আপটেড দিলেন। টেলি তারকার কথায়, ‘সকলে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা আর শুভ কমানার জন্য। আমি এখন একদম ঠিক আছি। আমাদের চেষ্টা এই দুর্গাপুজোয় আপনাদের সেরা একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমাদের কঠোর পরিশ্রম সফল হবে’।
‘গোলন্দাজ’-এর পর এই ছবিতে ফের একবার ঐতিহাসিক চরিত্রে দেব। বাংলার অন্যতম খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তথা বাঘাযতীনের গল্প এবার ফুটে উঠবে বড়পর্দায়। স্রেফ ছুরি দিয়ে বাঘকে হত্যা করেন বলে তাঁর নাম দেওয়া হয় বাঘাযতীন। সেই বীর বিপ্লবীর চরিত্রে এবার দেখা যাবে দেবকে।ছবিতে দেবের নায়িকা নবাগতা সৃজলা দত্ত। পরিচালক অরুণ রায়ের এই ছবিতে দেব-সৃজলা ছাড়াও থাকবেন, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীররা।
এখনও ছবির ওড়িশা শেডিউল শেষ হয়নি, এপ্রিল মাসে ওড়িশায় ছবির বাকি অংশের শ্যুটিং হবে।
For all the latest entertainment News Click Here