ওড়িশাকে বাড়তি গুরুত্ব দিলেও ৯০ মিনিটে ‘খেল খতম’ করতে চান ATKMB কোচ ফেরান্দো
অতিরিক্ত সময় বা টাই-ব্রেকারে ম্যাচ নিয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাঁর এবং তাঁর দলের ফুটবলারদের। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত ৯০ মিনিটেই জিতে মাঠ ছাড়তে চান এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। দলের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ানেরও সে রকমই ইচ্ছে।
শনিবার ঘরের মাঠে প্লে-অফের প্রথম বাধা পার করতে নামছে গত বারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ প্রথম বার আইএসএল প্লে অফে ওঠা ওড়িশা এফসি, যারা লিগ টেবলের ছ’নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। তিন নম্বর দলের বিরুদ্ধে তারা খাতায় কলমে খুব একটা এগিয়ে না থাকলেও, আইএসএলে কিন্তু অঘটনের শেষ নেই। তাই প্রতিপক্ষকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তবে ৯০ মিনিটের মধ্যেই যে খেলা শেষ করতে চান তিনি, সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফেরান্দো।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘অতিরিক্ত সময়ে খেলা গড়ালে তার জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে। তার খুঁটিনাটিও ভাবা হয়ে গিয়েছে। তবে ৯০ মিনিটে ম্যাচটা জেতাই আমাদের মূল লক্ষ্য। নক আউট ম্যাচ হলেও পরিকল্পনা একই থাকবে। ৯০ মিনিটের মধ্যে আমাদের যা করার করতে হবে। তবে সারা মরশুমে আমাদের পরিকল্পনা যে রকম ছিল, সে রকমই থাকবে। অযথা অনেক কিছু বদলে কোনও লাভ হবে বলে মনে হয় না। কিছু খুঁটিনাটি ব্যাপারে আরও সড়গড় হতে হবে আমাদের।’
আরও পড়ুন: প্লে-অফের আগে জেনে নিন ATKMB-কে কী কী বিষয় সমস্যায় ফেলতে পারে, দলের শক্তিই বা কী?
কৌশলে বড় কোনও পরিবর্তন আনতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করে ফেরান্দো বলেন, ‘আমরা দলের খেলায় বা কৌশলে বড় কিছু পরিবর্তন আনতে চাই না। কারণ, নিজেদের স্টাইল ও কৌশলের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। এই নিয়েই আমরা নক আউট পর্বেও এগিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস। আরও উন্নতি দরকার ঠিকই। কিন্তু বাকি সব ঠিকই আছে। বদলানোর প্রয়োজন নেই।’
শুরু থেকে আক্রমণ ওঠার পরিকল্পনা নিয়েই যে তাঁর দল নামবে, তার ইঙ্গিত দিয়ে ফেরান্দো বলেন, ‘বরাবরের মতো শুরু থেকেই ম্যাচটা যখন আমাদের জিততেই হবে, তখন আক্রমণে ওঠাই উচিত হবে। দুই দলই যেখানে শূন্য থেকে শুরু করবে, সেখানে আমাদের আক্রমণে যেতেই হবে। কারণ, এই ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে উঠতে চাই।’
সারা মরশুমে দলের খেলোয়াড়দের চোট-আঘাত সমস্যা নিয়ে অনেক ভুগতে হয়েছে এটিকে মোহনবাগান শিবিরকে। এই প্লে অফের সময় তেমন কোনও চিন্তার কারণ নেই বলেই জানালেন ফেরান্দো। বলেন, ‘চোট-আঘাত নিয়ে বলতে গেলে এখনও পর্যন্ত সব ঠিক আছে। তবে এর পরে যে অনুশীলনে নামব আমরা, সেখানে দেখব, কে কী অবস্থায় রয়েছে। তবে ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। কারণ, কয়েক জনের কিছু সমস্যা থাকেই। সে রকম কিছু আছে কি না দেখে নিয়ে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: ISL-এর ম্যাচ ঘিরে বিতর্কের ঝড়, দল তুলে নিল কেরালা, সেমিতে সুনীলরা- ভিডিয়ো
চোট না থাকলেও দলের অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল পারিবারিক সমস্যার কারণে কিছু দিনের জন্য দেশে ফিরে গিয়েছেন। শনিবার তিনি খেলতে পারবেন না। ডার্বিতেও তিনি কার্ড সমস্যা থাকায় খেলতে পারেননি। তাঁর জায়গায় যিনি নেমেছিলেন, সেই স্লাভকো দামিয়ানোভিচ সেই ম্যাচে গোল করে দলকে এগিয়ে দেন। শনিবারও সম্ভবত স্লাভকোকেই মাঠে নামাবেন ফেরান্দো। হ্যামিলের দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘পরিবার আমাদের কাছে সবার আগে। ব্রেন্ডনকে পারিবারিক কারণে ফিরে যেতে হয়েছে সঙ্গত কারণেই। এক্ষেত্রে এই ম্যাচটা গুরুত্বের দিক থেকে তার পরে আসে। ওকে এখন পরিবারের কথা ভাবতেই হবে। কাল পর্যন্ত দেখব, ওর জায়গায় কাকে খেলানো প্রয়োজন। কাল ম্যাচের আগে পর্যন্ত এগারো জনকে বেছে নেওয়ার সময় আমাদের হাতে আছে।’
প্রতিপক্ষ ওডিশা এফসি লিগ টেবলের ছ’নম্বর দল হলেও তাদের যথেষ্ট শ্রদ্ধা করছেন সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, ‘ওডিশার পারফরম্যান্স ভালো। ওদের কয়েক জন ভাল ফুটবলার রয়েছে। উঁচু মানের ফুটবল খেলে ওরা। তবে নিজেদের দল নিয়েই আমরা বেশি ভাবছি। প্রতিপক্ষ কীরকম খেলে, তা আমরা জানি। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু ওরা কাল কেমন খেলবে, তা তো আর আমাদের হাতে নেই। তাই ওদের নিয়ে বেশি ভেবে লাভ নেই। তার চেয়ে বরং নিজেদের প্রস্তুতিতে বেশি মন দেওয়াই ভাল।’
প্রচুর গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার রোগ ডার্বিতেও দেখা গিয়েছে সবুজ-মেরুন শিবিরে। নক আউট পর্বে যেহেতু পরীক্ষা আরও কঠিন হতে চলেছে, তাই এই রোগ সারার সম্ভাবনা কতটা, তা নিয়ে কোচ বলেন, ‘আগেও বলেছি, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই একেবারে শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছি। আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে আশা করি, প্লে অফে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলব আমরা। পরের ম্যাচগুলিতে নিশ্চয়ই প্রতিপক্ষের গোলের আরও কাছে পৌঁছতে পারব।’
For all the latest Sports News Click Here