ওঠানামা থাকেই কিন্তু মাঠে জান লড়িয়ে দিতেই হবে, অসাধারণ ক্যাচ প্রসঙ্গে কোহলি
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি বিরাট কোহলি। তবে ফিল্ডিংয়ের সময় তিনি কিছু দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি এক হাতে একটি দুর্দান্ত ক্যাচ নেন এবং এই ক্যাচটি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হয়। মহম্মদ সিরাজের বলে পান্তের দুর্দান্ত ক্যাচ নেন বিরাট। সেই সময় ক্যাচ নিয়ে তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার দিকে তাকিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। ক্যাচ নেওয়ার পর অনুষ্কাকে দেখে বিজয়ের ইঙ্গিত করেছিলেন কোহলি। আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
ব্যাটিং চলাকালীন ১৪ বলে ১২ রান করে আউট হন বিরাট কোহলি। দীনেশ কার্তিক ৩৪বলে৬৬রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৩৪ বলে৫৫রান করেন। এই দুই ব্যাটসম্যান ছাড়াও শাহবাজ আহমেদ ২১ বলে অপরাজিত ৩২রান করেন। এভাবে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৯ রান করে আরসিবি। জবাবে দিল্লি ক্যাপিটালসের দল ১৬.২ ওভারে পাঁচ উইকেটে হারিয়ে ১৪২ রান তোলে। আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
সেই সময় ঋষভ পন্ত ১৬ বলে ৩৪ রানে খেলছিলেন। তখন মনে হচ্ছিল পন্ত হয়তো তার দলকে জিতিয়ে দেবেন। মনে হচ্ছিল পন্ত ম্যাচ জিতিয়েই মাঠ থেকে ফিরবেন। কিন্তু বিরাটের ক্যাচ পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফুল টস বলে পন্ত বাউন্ডারি মারতে চেয়েছিলেন। কিন্তু বিরাট মাঝখানে হাওয়ায় লাফিয়ে এক হাতে এই দুর্দান্ত ক্যাচটি নেন। এর পরে দিল্লি ক্যাপিটালস একের পর এক উইকেট হারাতে থাকে এবং দলটি ২০ ওভারে সাত উইকেটে ১৭৩ রান করে। এ দিন বিরাটের ক্যাচ দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। তবে সব থেকে ভালোলাগার বিষয় ছিল যখন বিরাট অনুষ্কার দিকে তাকিয়ে সেলিব্রেশন করতে থাকেন। ম্যাচের পরে ক্যাচের প্রসঙ্গে দীনেশ কার্তিকের সঙ্গে খোলা মনে কথা বলেন বিরাট কোহলি।
এখানে ক্লিক করে দেখুন কার্তিক-কোহলির প্রশ্ন উত্তরের ভিডিয়ো…
কার্তিক জিজ্ঞাসা করেন এটার জন্য তুমি তৈরি ছিলে নাকি এটা ভাগ্যের জন্যই হয়েছে। উত্তরে কোহলি বলেন,‘আমি এ ভাবেই ক্রিকেট খেলি। যখন ব্যাটিং হয়ে গেল তারপর আমি অন্যভাবে দলে নিজের কন্ট্রিবিউশন করতে চাই। দলের জন্য কিছু দিতে চাই। আমি অনেক সময় হাফ চান্সকে কাজে লাগাতে চাই। ম্যাচের প্রথম ওভার থেকেই সজাগ থাকি।’ তিনি আরও বলেন,‘ওঠানামা থাকেই কিন্তু মাঠে জান লড়িয়ে দিতেই হবে। তোমায় সব সময় সজাগ থাকতে হবে। একটা হাফ চান্সকে কাজে লাগাতে হবে। সেটাই খেলাকে ঘুরিয়ে দিতে পারে। আমি যেই ডিপার্টমেন্টের হয়ে খেলি, সেখানেই কিছু করতে চাই।’ আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
For all the latest Sports News Click Here