ওটিটি প্ল্যাটফর্মের ৪০০ কোটির প্রস্তাব ফেরালেন আদিত্য চোপড়া!
করোনা শুধু সাধারণ মানুষের জীবনেই বদল আনেনি, প্রায় খোলনলচে বদলে ফেলেছে ছবির দুনিয়ারও। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহ বন্ধ থাকার দরুণ দর্শক ঝুঁকেছে ওটিটি প্ল্যাটফর্মগুলির দিকে। দুধের স্বাদ ঘোলে মেটানো ছাড়া দর্শকের কাছে আর কোনও উপায় না থাকায় স্বাভাবিকভাবেই বেড়েছে ওয়েব দর্শকের সংখ্যা। বড় বড় বাজেটের ছবি থেকে শুরু করে বড় সলমন, অক্ষয়,সইফ, অজয় দেবগণ-এর মত জাঁদরেল বলি-তারকার ছবিও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে। আর দর্শকও চেটেপুটে খেয়েছে সেই ছবি।
তবে বড় বড় প্রযোজকরাও ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের ছবি রিলিজ করালেও এখনও এই তালিকায় নাম ওঠেনি যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার। বড়পর্দায় সুযোগ না থাকায় গত দেড় বছরের ওপর তাঁর প্রযোজনা সংস্থার কোনও ছবি সিনেমা হলে মুক্তি পায়নি। তবে তা সত্বেও মুক্তির অপেক্ষায় পড়ে থাকা তাঁর সেইসব ছবি তিনি কোনও ওটিটি প্ল্যাটফর্মের হাতে তুলে দেননি। এক এবং একদম বড়পর্দাতেই নিজের ছবি মুক্তি করানোর ব্যাপারে পক্ষপাতী এই বিখ্যাত প্রযোজক-পরিচালক।
এইমুহূর্তে যশ রাজ ফিল্মস সংস্থার ‘পৃথ্বীরাজ’, ‘শামশেরা’, ‘ ‘জয়েশভাই জোরদার’, ‘বান্টি অউর বাবলি ২’ এর মতো চার চারটি বিগ বাজেট ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। ইতিমধ্যেই সেইসব ছবি তাঁদের প্ল্যাটফর্মে রিলিজ করানোর উদ্দেশ্যে আদিত্য চোপড়ার কাছে প্রস্তাব পাঠিয়েছে একাধিক তাবড় তাবড় সব ওটিটি প্ল্যাটফর্ম।
বলিউডে জোর খবর সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও আদিত্যের সঙ্গে এই চারটি ছবির বিনিময়ে ৪০০ কোটি টাকা দেওয়ার চুক্তি করতে চেয়েছিল। কিন্তু আদিত্য নাকি পত্রপাঠ সেই প্রতাব ফিরিয়ে দিয়েছেন। এরপর তালিকা থেকে ‘পৃথ্বীরাজ’, ‘শামশেরা’-কে আলাদা রেখে ‘জয়েশভাই জোরদার’ও ‘বান্টি অউর বাবলি ২’ এর স্বত্ত্ব বিক্রির জন্য জোস রাজ ফিল্মসের কর্ণধারের কাছে ফের প্রস্তাব এসেছিল। দ্বিতীয়বারও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও এদিক ওদিক সরেননি তিনি। আদিত্য নাকি সাফ জানিয়ে দিয়েছেন তাঁর সংস্থার সব ছবিই বড়পর্দায় মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here