‘ওটা লুঙ্গি নয় ধুতি’, সলমনের ছবির বিরুদ্ধে দক্ষিণী সংস্কৃতিকে অপমানের অভিযোগ
ইতিমধ্যেই সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। সলমন বড়পর্দায় ফিরছেন, সঙ্গে পূজা হেগড়ে। বলিউডের ভাইজানের পর্দায় ফিরে আসা নিয়ে ব্যাপক উত্তেজিত তাঁর অনুরাগীরা। কিন্তু আবারও বিতর্কের মুখে সুপারস্টার। এবং এর পিছনে রয়েছে একটি গানের ভূমিকা।
হালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির একটি গান মুক্তি পেয়েছে। ‘ইয়নতাম্মা’ নামের গানটিতে সলমনের সঙ্গে নাচতে দেখা গিয়েছে আরও দুই পুরুষ সুপারস্টারকে। রামচরণ এবং ভেঙ্কটেশ। এই গান নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। এই গানটিকে অনেকে আবার ‘সলমনের লুঙ্গি ডান্স’ও বলছেন। কারণ এতে লুঙ্গি শব্দটি বারবার ফিরে আসে। আর সেখানেই বিতর্ক।
(আরও পড়ুন: গিটার-গোলাপ হাতে ‘বাচ্চা’ সলমন! ম্যায়নে পেয়ার কিয়ার অডিশন ক্লিপ দেখে মুগ্ধ নেটিজেনরা)
এই গানে সলমন-সহ অন্যদের যে পোশাকে দেখা যায়, সেটি লুঙ্গি নয়, ধুতি। আর তা নিয়েই রীতিমতো উত্তপ্ত দক্ষিণ ভারতের বহু মানুষ। সম্প্রতি রাজনীতিবিদ এবং প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি যা লিখেছেন, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়— ‘বিষয়টি প্রচণ্ড হাস্যকর। এবং দক্ষিণ ভারতের সংস্কৃতির প্রতি অবমাননাকর। এটি (যেটি পরে সলমন-সহ অন্যরা নাচছেন) লুঙ্গি নয়। এটি হল ধুতি। এটি একটি ক্লাসিক্যাল পোশাক। সেটিকে কদর্যভাবে দেখানো হয়েছে।(This is highly ridiculous and degrading our South Indian culture. This is not a LUNGI , THIS IS A DHOTI. A classical outfit which is being shown in a DISGUSTING MANNER)। লক্ষ্মণ শিবরামকৃষ্ণণের এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে বিষয়টি এখানেই থামেনি। কেউ বলেছেন, একই সঙ্গে এখানে মন্দির চত্বরে জুতো পরে নাচতে দেখা যাচ্ছে। সেটিও কাম্য নয়। কেউ কেউ বলেছেন, এভাবেই টাকার জন্য সব কিছু করতে পারেন শিল্পীরা।
(আরও পড়ুন: লাগাতার খুনের হুমকি, প্রাণে বাঁচতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন, দাম কত জানেন?)
তবে এটি নিয়ে বিশেষ মাথা ঘামাতেও রাজি নন কেউ কেউ। তাঁদের বক্তব্য, সিনেমায় এমন অনেক কিছুই চলতে থাকে। কেউ আবার লিখেছেন, শাহরুখকে নিয়ে বিতর্ক শেষ তো এবার সলমনের পালা শুরু। তবে সব মিলিয়ে গানটিতে যে কথার সঙ্গে সামঞ্জস্যবিহীন পোশাক দেখানোর মতো ভুল করা হয়েছে, সেই বিষয়ে সকলেই এক মত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here