ওখানে যাওয়াটা এখন দুঃশ্চিন্তারই- ইমরানের উপর গুলি,পাক সফর নিয়ে আতঙ্কিত মার্ক উড
শুভব্রত মুখার্জি
দীর্ঘ দিন বাদে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলে সদ্য পাকিস্তান সফরে এসেছিল ইংল্যান্ড। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি পাকিস্তানেই গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর উপর এমন হামলার পর ফের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ক্রিকেট বিশ্বে আশঙ্কার সৃষ্টি হল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ফের পাক সফরে যেতে ভয় পাচ্ছেন ইংলিশ পেসার মার্ক উড!
বিশ্বকাপ চলাকালীন মার্ক উডকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ইমরানের ওপর হামলা নিয়ে তাঁরা কি আতঙ্কিত ? জবাবে মার্ক উড বলেন, ‘প্রথম কথা হল তিনি (ইমরান খান) একজন প্রাক্তন ক্রিকেটার। সুতরাং আমাদের কাছেরই একজন মানুষ বলা চলে। তাঁর উপর হামলার ঘটনাটি শুনেছি। যা শুনে আমাদের গোটা দল ব্যথিত।’
আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচে কি কার্তিকের বদলে দলে পন্ত?কী হতে পারে ভারতের একাদশ
প্রসঙ্গত ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তার পর থেকে প্রায় এক দশক পাকিস্তানে কোনও আন্তর্জাতিক সিরিজ হয়নি। গত ২-৩ বছরে পরিস্থিতি বদলেছে। এর মাঝেই ইমরানের উপর হামলা নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে। উড জানিয়েছেন, ‘আমরা যখন গিয়েছিলাম, তখন নিরাপত্তা ব্যবস্থা ছিল অসাধারণ। আমাদের ভালো লেগেছিল। তবে এখন যা ঘটল, তাতে আমি যদি বলি যে উদ্বিগ্ন নই, তা হলে সেটা মিথ্যা বলা হবে।’
আরও পড়ুন: কোন সমীকরণে ভারত সেমিতে কোন টিমের মুখোমুখি হবে, বা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে- জেনে নিন
তিনি আরো যোগ করেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সেখানে এখন যাওয়াটা অবশ্যই দুঃশ্চিন্তার। ওদের দেশে যে অস্থিরতা চলছে, সেটা নিয়ে আলোচনা করা ওদেরই কাজ।এটা আমাদের কাজ নয়। আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর আস্থা রাখছি। ওরা (নিরাপত্তা সংস্থা) যদি বলে যে যাওয়াটা নিরাপদ, তা হলে সমস্যা নেই।’
প্রসঙ্গত, আগামী ২৬ নভেম্বর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড টিম। যে দলে রয়েছেন পেসার মার্ক উডও। ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, আসন্ন পাক সফর বাতিল বা স্থগিতের কোনও পরিকল্পনা নেই ইসিবির।
For all the latest Sports News Click Here