‘ওই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ঘর’, সিদ্ধার্থকে নিয়ে প্রেমে গদগদ কিয়ারা
দীর্ঘদিন চুপিসারে প্রেম করার পর এই বছর অবশেষে গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আগে দুটিতে নিজেদের সম্পর্ক নিয় মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খুললে। নায়িকা। বললেন সিদ্ধার্থই তাঁর কাছে তাঁর বাড়ি।
কিয়ারা এদিনের সাক্ষাৎকারে আরও বলেন তিনি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। নিজেকে ভীষণ সৌভাগ্যবতী বলে মনে করেন সিদ্ধার্থের মতো একজন মানুষকে নিজের জীবনে পেয়ে। একই সঙ্গে কথা বলেন তাঁদের বিয়ে নিয়ে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজস্থানে। তাঁদের বিয়েতে হাজির ছিলেন করণ জোহর থেকে শাহিদ কাপুর, তাঁর স্ত্রী সহ অনেকেই। মুম্বইতে বসেছিল তাঁদের আলিশান রিসেপশন পার্টি। তাঁদের সম্পর্কের সূত্রপাত হয় শেরশাহ ছবিতে কাজ করতে গিয়ে। কিছুদিন আগেই তাঁরা জাপানে ছুটি কাটাতে গিয়েছিলেন।
মির্চি প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সদ্যই বিয়ে হয়েছে। তাও লাভ ম্যারেজ। ফলে আমি তো ভালোবাসায় বিশ্বাস করবই।’
তিনি কথা প্রসঙ্গে আরও বলেন, ‘দেখুন ঘর তৈরিই হয় দুজন মানুষকে দিয়ে। আর আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করি যে আমি যে মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছেছি, যায় সঙ্গে গোটা জীবন কাটাব বলে ঠিক করেছি সে আমার বেস্ট ফ্রেন্ড। আমার জন্য ওই সব কিছু। ওই আমার বাড়ি, ঘর সবটা। র দুজন পৃথিবীর যে কোণায় থাকি না কেন আমার জন্য ও সঙ্গে থাকলে সেটাই আমার ঘর।’
প্রসঙ্গত সিদ্ধার্থকে আগামীতে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে। এছাড়া ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এও থাকছেন তিনি। এই সিরিজের পরিচালনা করেছেন রোহিত শেট্টি।
অন্যদিকে কিয়ারা আডবানিকে ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে। এটা ২৯ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে। তাঁদের সঙ্গে এখানে গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, প্রমুখকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here