ওইসব কিং-প্রিন্স তো ভক্তদের জন্য-গিলের মেন্টর হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বিরাট
আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই বিশ্ব ক্রিকেটের দুই শক্তিধর দেশের লড়াই। মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাপাতে প্রস্তুত। এই নিয়ে ভারত পরপর দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা। আর এই দু’বারই দলে রয়েছেন এই রকম ক্রিকেটার এবার খুব কম জনই রয়েছেন। তাদের মধ্যে অন্যতম শুভমন গিল। বছরের শুরু থেকে এখনও পর্যন্ত তিনি প্রশংসা কুড়িয়েছেন সবমহল থেকে। এবার শুভমন গিলের প্রশংসা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বিশ্বাস করেন যে তরুণ ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফরম্যান্স করতে প্রস্তুত।
শুভমন গিল এক মরশুমে ক্রিকেটের সব ফরম্যাট সহ আইপিএলে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে ডবল সেঞ্চুরি করেন। ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে দ্বিশত রানের মালিক তিনি। তারপর থেকে তাঁর ব্যাটকে কেউ থামাতে পারেনি। এই বছরের আইপিএলে ৮৯০ রান করে সব সর্বোচ্চ রান সংগ্রহকারী হন শুভমন। কোহলি জানান, এই ডান-হাতি ব্যাটার জাতীয় দলে আসার পর থেকে তিনি গিলকে নিজের অভিজ্ঞতা দিয়ে তৈরি করতে চেয়েছেন। গিলকে ভালো করতে দেখে তিনি গর্বিত।
ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে কোহলি আইসিসিকে বলেন, ‘গিল আমার সঙ্গে খেলা সম্পর্কে অনেক কথা বলে। ও কোনও কিছু শিখতে খুব আগ্রহী। বয়সের তুলনায় ওর মধ্যে আশ্চর্যজনক দক্ষতা রয়েছে। ওর মধ্যে সর্বোচ্চ স্তরে পারফরম্যান্স করার জন্য অসাধারণ ক্ষমতা রয়েছে। গিল খুব আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। আমাদের মধ্যে একটা ভালো বোঝাপোড়াও তৈরি হয়েছে।’
১৫টি টেস্ট ম্যাচ খেলে ইতিমধ্যেই শুভমন তাঁর নামের পাশে দুটি সেঞ্চুরি যোগ করতে পেরেছেন। দু’টি সেঞ্চুরি থাকা সত্ত্বেও গিল এখনও লাল বলের ক্রিকেটে তাঁর সম্পূর্ণ দক্ষতা দেখাতে পারেননি। কোহলি বিশ্বাস করেন প্রতিভাবান ব্যাটারদের রান না আসাটা বিশেষ কোনও ব্যাপার নয়। কোহলি বলেন, ‘আমি ওকে বেড়ে উঠতে এবং ওকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। যাতে গিল দীর্ঘ সময় ধরে খেলতে পারে। ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে। ওর খেলার মাধ্যমে ভারতীয় ক্রিকেট উপকৃত হবে।’
ভারতীয় সমর্থকরা কোহলিকে রাজা এবং শুভমন গিলকে রাজপুত্র হিসাবে তুলে ধরে। এই বিষয়ে বিরাট কোহলি জানান, ‘রাজা এবং রাজপুত্রের এই ট্যাগগুলি জনসাধারণ এবং দর্শকদের দেখার জন্য দুর্দান্ত। তবে আমি মনে করি, কোনও সিনিয়র ক্রিকেটারের কাজ হল তরুণদের উন্নতি করতে সাহায্য করা। সিনিয়ররা খেলায় নিজের ক্রিকেটীয় জীবনে যে অভিজ্ঞতার সঞ্চয় করতে পেরেছে তা নতুনদের দেওয়া। যাতে তারা উপকৃত হয়। ও একজন অসাধারণ ক্রিকেটার। খুব ভাল খেলছে। আমি আশা করি সে এই টেস্ট ম্যাচেও একইভাবে খেলবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here