ওইটুকু বয়সে এ কী কাণ্ড! সৌরভকে স্কুলে রাখতে শিক্ষকের পায়ে পড়েন তাঁর বাবা
পর্দায় তিনি এ যাবৎ পাশের বাড়ির ছেলে। তাঁর প্রাণবন্ত স্বভাবের প্রেমে পড়েছেন অনেকেই। কিন্তু জানেন কি, এ হেন সৌরভ দাস শৈশবে তাঁর মা-বাবার রাতের ঘুম উড়িয়েছিলেন? দিদি নম্বর ওয়ানের মঞ্চে সেই গল্পই ফাঁস করেছেন অভিনেতার মা অজন্তা দাস।
ছোট থেকেই চঞ্চল স্বভাবের সৌরভ। নিত্যনতুন কাণ্ড ঘটিয়ে বকুনি খেতেন মায়ের কাছে। অভিনেতার মা বলেন, ‘মেয়ে যখন হবে তখন আমার একটা টেনশন ছিল। ভেবেছিলাম, যদি ওর মতো হয় তা হলে আমার বাঁচার কোনও উপায় নেই। ও এতটাই দুষ্টু।’
সাউথ পয়েন্টে পড়তেন সৌরভ। স্কুলেও ছিলেন ‘বিখ্যাত’। সেই উদাহরণ দিতে গিয়েই তাঁর অজন্তা দেবী বলেন, ‘ওর বাবাকে সাউথ পয়েন্টের টিচারদের হাতেপায়ে ধরতে হয়েছে। পায়েও ধরতে হয়েছে।’
আজও সৌরভের শৈশবের সেই দিনগুলি মনে পড়লে আঁতকে ওঠেন তাঁর মা। রসিকতার সুরে অজন্তা দেবী বলেন, ‘আজকে আমার সুগার, প্রেসার, কোলেস্টেরল— সবই ছেলের অবদান।’
(আরও পড়ুন: কবে একসঙ্গে পাহাড়ে গিয়েছিলেন সৌরভ-মধুমিতা? গোপন তথ্য ফাঁস করল ভ্রমণ সংস্থা)
অজন্তা দেবীর সংযোজন, ‘চার্লি চ্যাপলিন, গ্রেগরি পেকের মতো বিখ্যাত অভিনেতাদের অভিনয় করে দেখাত ও কিংবা মিমিক্রি করত। ফলে ক্লাসের ক্ষতি হত। একবার ক্লাস ফোর, আরেকবার নাইনে ওকে স্কুল থেকে নিয়ে চলে যেতে বলা হয়। নাইনে এ কথা বলায় ওর বাবাকে মনে হয় ক্লাস টিচারের পায়ে পর্যন্ত পড়তে হয়েছিল।’
(আরও পড়ুন: বিতর্ক নিয়ে বিচলিত নন! মধুমিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৌরভ)
এর পর সময় গড়িয়েছে। পরিণত হয়েছেন সৌরভ। অভিনয় দক্ষতার জোরে টলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন। পরবর্তীতে তাঁকে সম্বর্ধনা দেওয়ার জন্য উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৌরভ অভিনীত ‘কলকাতা চলন্তিকা’। দর্শকের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
For all the latest entertainment News Click Here