ওঁর বয়স হয়েছে: ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্ব পাওয়া নিয়ে কী বললেন ইয়ান চ্যাপেল
শুভব্রত মুখার্জি: ‘স্যান্ডপেপার গেট’ কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পরেও ২২ গজে প্রত্যাবর্তন ঘটেছে ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। তবে তাঁর উপর অস্ট্রেলিয়ার জাতীয় দলের অধিনায়ক হওয়ার বিষয়ে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যার বিরুদ্ধে সম্প্রতি আবেদন করেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। তাঁর স্পষ্ট বক্তব্য, ডেভিড ওয়ার্নারের বয়স হয়েছে এখন। ফলে ওঁর উপর অধিনায়ক হওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে তা একেবারেই সঠিক। ৭১ বছর বয়সি চ্যাপেলের স্পষ্ট বক্তব্য ডেভিড ওয়ার্নার একজন খুব ভালো নেতা হতে পারতেন, যদি তাঁকে কম বয়সে এই দায়িত্ব দেওয়া হত।
আরও পড়ুন… ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নিয়ে সামনে এল বড় আপডেট! এবার কী করবেন CR7?
চ্যানেল নাইনের ওয়াইড ওয়ার্ল্ড অফ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ান চ্যাপেল জানিয়েছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি এখন (ডেভিড) ওয়ার্নারের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়েও দেয় তাহলে লাভের লাভ কি হবে? আমি যেটা বলতে চাইছি তা হল এই মুহূর্ত কোন ফর্ম্যাটেই, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে তো আপনি ওয়ার্নারকে বেছে নেবেন না, তাই না? কারণ ওর তো এখন অনেক বয়স হয়েছে তাই না! ওঁকে এই ভূমিকায় দেখা যাবে না, কারণ একজন অধিনায়ককে সবসময়তে অল্পবয়সি হতে হয়। কারণ তাহলে সে নিজে উদাহরণ তৈরি করতে পারবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। আর ডেভিডের কাছে সেই সব দিন অনেক আগেই চলে গিয়েছে।’
আরও পড়ুন… পন্ত জানেন তাঁকে কী করতে হবে- ঋষভকে নিয়ে মুখ খুললেন দলের বোলিং কোচ পরশ মামব্রে
তিনি আরও জানান, ‘আমার মনে হয় ডেভিড চাইছিল বিগ ব্যাশ লিগে ওঁর ফ্রাঞ্চাইজির (সিডনি থান্ডার্স) অধিনায়ক হতে। সেক্ষেত্রে ও ওঁদেরকে সহযোগিতা করতে পারত। ওদের একজন খুব ভালো অধিনায়ক হতে পারত ও। কারণ ওঁর চিন্তা ভাবনা খুব আক্রমণাত্মক। যে কোন ধরনের অধিনায়কত্বের সুযোগ ও পাক না কেন, ও ভালো পারফরম্যান্স করত সেটাই আশা করা যায়। ওয়ার্নার কাণ্ড এটা ফের বুঝিয়ে দিল যে ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক করে বিষয়টা একেবারে দেখভাল করতে পারেনি। আমার পয়েন্ট এটাই যে ক্রিকেটারদের স্বার্থ রক্ষিত হয়েছে বর্তমানে অস্ট্রেলিয়া বোর্ডের তরফে এমন কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। বরঞ্চ তাঁরা নিজেদের পিঠ বাঁচাতে কাজ করবে।’
For all the latest Sports News Click Here