ওঁর জন্য গানটি জনপ্রিয় হয়- প্রদীপ সরকারের সঙ্গে কাজের স্মৃতিরোমন্থন পলাশের
ইউফোরিয়া ব্যান্ডের লিড ভোকালিস্ট ডক্টর পলাশ সেনের সঙ্গে প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের একটি সুসম্পর্ক ছিল। তাঁরা একে অন্যের ভীষণই ঘনিষ্ঠ ছিলেন। পরিচালকের প্রয়াণে গায়ক গভীরভাবে শোকাহত। হিন্দুস্তান টাইমসের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তাঁদের সম্পর্কের কথা।
প্রদীপ সরকারকে দাদা বলে ডাকতেন ডক্টর পলাশ সেন। প্রদীপ সরকারই ইউফোরিয়ার প্রথম মিউজিক ভিডিয়ো শ্যুট করে দিয়েছিলেন। ১৯৯৮ সালে ধুম পিচাক ধুম গানটির শ্যুটিং প্রদীপ সরকার করেছিলেন। তবে এই একটা কাজই নয়, তাঁরা একত্রে একাধিক কাজ করেছেন। ইউফরিয়ার কভি আনা তু মেরি গলি, মায়েরি, শা না না না, তুম- ইত্যাদি গানগুলোর মিউজিক ভিডিয়ো প্রদীপ সরকারেরই শ্যুট করা।
তাঁদের সম্পর্কের কথা এবং একদম প্রথম কাজের কথা স্মরণ করে পলাশ সেন বলেন, ‘ দাদা আমাদের ধুম পিচাক গানটি তখন শোনেন যখন আমরা এই গানটি দিল্লির একটি স্টুডিওতে রেকর্ড করছিলাম। তিনি এই গানটা শোনা মাত্রই বলেন তিনি এই গানটি শ্যুট করতে চান। আমি ভীষণ সম্মানিত বোধ করেছিলেন। এরপর আমরা একসঙ্গে ট্রেনে করে বেনারস যাই। আমাদের তিনদিনের সফর সাতদিনের সফরে পরিণত হয় বৃষ্টির জন্য। ফলে তিনি যে সেটিং চাইছিলেন সেটা পাচ্ছিলেন না। তাঁর জন্যই আমাদের এই গানটি এত জনপ্রিয় হয়েছিল। এই গানটির মিউজিক ভিডিয়ো ভারতে মিউজিক ভিডিয়োর প্রতি ভাবনা, দৃষ্টিকোণ সবটা পাল্টে দিয়েছিল। আর সবটাই হয়েছিল দাদার জন্য। উনি সেরা ছিলেন।’
প্রসঙ্গত, ২৪ মার্চ ৬৭ বছর বয়সে মারা যান প্রদীপ সরকার। জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন পরিচালক, চলছিল ডায়ালিসিস। হঠাৎ করেই তাঁর শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। দ্রুত পরিস্থিতি বিগড়াতে থাকে, এদিন ভোররাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার ভোর ৩.৩০টে নাগার মৃত্যু হয় ‘মর্দানি’র নির্দেশকের। টুইটারে শুক্রবার সকালে এই মর্মান্তিক খবর শেয়ার করেন পরিচালক হনসল মেহতা।
For all the latest entertainment News Click Here