‘ওঁরা ন্যায় চাইছেন, তবুও কুস্তিগিরদের সমর্থনে এত ভয়?’ শাহরুখ-অক্ষয়কে খোঁচা NCP-র
নতুন সংসদভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেকারণে খোদ বলিউড বাদশা শাহরুখও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, নতুন সংসদভবনের ভিডিয়ো শেয়ার করেন শাহরুখ। সঙ্গে লেখেন, ‘খুব সুন্দর এই ভবন, এটি দেশের সংবিধানকে আরো উচ্চতায় নিয়ে যাবে। এটি আমাদের মহান জাতির প্রতিটি নাগরিকের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং জনগণের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরবে। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন। এটি সুপ্রাচীন ভারতের গৌরব ও স্বপ্নগুলিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। জয় হিন্দ। #আমার সংসদ আমার অহংকার।
শাহরুখের সেই টুইটটি চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর তিনিও পাল্টা উত্তরে কিং খানের প্রশংসা করে বলেছিলেন, ‘খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা।’ একই ভাবে নতুন সংসদভবনের ভিডিয়ো শেয়ার করে প্রশংসা করেছিলেন অক্ষয় কুমার। অক্ষয় লিখেছিলেন, ‘এই গৌরবময় নতুন সংসদভবন দেখে গর্ব হচ্ছে। এটি ভারতের গৌরবময় একটি আইকনিক প্রতীক হয়ে থাকবে।’ প্রধানমন্ত্রীও সেই সমস্ত টুইটেরই উত্তর দেন। এদিকে এই নতুন সংসদভবনের প্রশংসা করেই বিরোধী রাজনৈতিক দল NCP-র তোপের মুখে পড়লেন শাহরুখ-অক্ষয়রা।
আরও পড়ুন-প্রোপাগান্ডা ছবি হচ্ছে, কারণ শিল্পীরা আজ ভীত, ওঁদের সৎ সাহসের বড়ই অভাব: নাসিরুদ্দিন শাহ
আরও পড়ুন-‘নতুন সংসদভবন গণতন্ত্রের আলোক সংকেত’, রজনীকান্ত, অক্ষয়দের গুনগানে জবাব মোদীর
আরও পড়ুন-নতুন সংসদ ভবন নিয়ে নমোর গুণগান শাহরুখ খানের মুখে, মোদীর থেকে এল জবাব
টুইট করে শাহরুখ ও অক্ষয়কে একহাত নিয়েছেন NCP মুখপাত্র ক্লাইড ক্রাস্টো। শাহরুখ ও অক্ষয়কে বিঁধে তিনি টুইটে লেখেন, ‘শাহরুখ তো নতুন সংসদভবনের প্রশংসা করেছেন, তাহলে মহারাষ্ট্রে নিশ্চয় তাঁর ছবি আর নিষিদ্ধ হবে না। শাহরুখ, অক্ষয় দুজনই কিন্তু খেলা নিয়ে ছবি করেছেন। অথচ তাঁরা কেন কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে এখনও চুপ? কুস্তিগিররা যাঁরা ন্যায়ের জন্য লড়াই করছেন, তাঁদের সমর্থন করতে কীসের এত ভয়?’
তবে শুধু শাহরুখ, অক্ষয় নন, নতুন সংসদ ভবনের প্রশংসা করে টুইট করেছিলেন বহু তারকা। এই তালিকায় ছিলেন, রণবীর সিং, সোনু সুদ, অনুপম খের, সানি দেওল, হেমা মালিনী, রজনীকান্ত সহ আরও অনেকেই।
For all the latest entertainment News Click Here