ওঁঁরা অনুপ্রেরণা দেয়, এই নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের ক্লাস করতে চাই: হৃত্বিক
জুহুর সমুদ্র সংলগ্ন হৃত্বিক রোশনের প্রাসাদোপম বাড়ি। আর সেখানেই প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন বেশকয়েকজন নৃত্যশিল্পী। স্ন্যাকস খাচ্ছিলেন আর অপেক্ষা করছিলেন। সকলেই তাঁদের ‘আইডল’কে দেখতে চান। এরই মধ্যে একজন বললেন ‘আমি ছোট থেকেই ওঁর স্টেপ নকল করতাম। এখনও বিশ্বাস করতে পারছি না যে দেখা হবে। তাই চুপচাপ বসে আছি।’
বিশ্ব নৃত্য দিবসে এমনই আটজন প্রভাবশালী, নৃত্যশিল্পীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন হৃত্বিক রোশন। সঠিক টাইমে এসে হৃত্বিক বললেম ‘আমি নার্ভাস, তোমাদের সকলের কারণে’। এরপরই সকলের সঙ্গে হাসিখুশি ধরা দিলেন হৃত্বিক।
আরও পড়ুন-কথা বলতে গিয়ে অপ্রস্তুত! উরুতে গরম কফি উল্টে ফেললেন রণবীর, তারপর?
প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে গণ্য করা হয়। এক পাল কা জিনা গানে তাঁর নাচ সবসময়ের জন্যই জনপ্রিয়। কাহো না… পেয়ার হ্যায় ছবির হাত ধরে বলিউডে পা রাখেন হৃত্বিক। তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রিতেে ২৩ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নৃত্যশিল্পীদের উৎসাহিত করেছেন হৃত্বিক। এ প্রসঙ্গে হৃত্বিক বলেন, ‘আমি শুধুই আমার হৃদয়ের কথা শুনতে চাই। খুব বেশি কিছু করছি বলে মনে করি না। আমি এই নৃত্যশিল্পীদের জীবনকে বুঝতে চাই, ওঁরা আমায় অনুপ্রাণিত করেছেন। ওরাও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাই বিশ্ব নৃত্য় দিবসে ওদের সঙ্গে দেখা করতে চেয়েছি। আমি যখন ছোট ছিলাম, তখন নাচকে এতটা মূল্য দেওয়া হত না। তবে এঁরা সেই ধারণা বদলে দিয়েছে।’
হৃত্বিক বলেন, ‘আমি এখন ফোন তুলে এদের কাউকে বলতেই পারি, চলো নাচের ক্লাস করি। এদের দেখে আমার আবার নাচ শিখতে ইচ্ছা করছে। এরাঁ আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। এখন শুধু নিজের জন্য নাচ শিখতে চাই। এটা আমি নিজের ভালোর জন্যই করছি।’
For all the latest entertainment News Click Here