ঐন্দ্রিলা শেষ পোস্ট রেখে গেলেন ‘বেঁচে থাকার কারণ’-এর জন্য, কী লেখা রইল সেখানে
ঐন্দ্রিলা-সব্যসাচী, এই নাম দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। সম্পর্কের টান, যত্নে রাখা, পাশে রাখা, লড়াই সমস্ত কিছুরই নতুন সংজ্ঞা দিল এই দুজন। শেখালেন, বোঝালেন অনেক কিছুই। ইতিমধ্যেই তাঁরা অনেকেরই আদর্শ হয়ে উঠেছেন। মানুষের মুখে মুখে কেবল তাঁদেরই কথা। কিন্তু তাঁর মাঝেই আজ সবার প্রার্থনা, চিকিৎসকদের চেষ্টা সবটা বিফল করে চলে গেলেন ঐন্দ্রিলা। রেখে গেলেন তাঁর হার না মানা লড়াই, কাজ এবং ‘বেঁচে থাকার কারণ’কে।
১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে ঐন্দ্রিলা শেষ যে পোস্টটি করেছিলেন সেটা কার জন্য জানেন? তাঁর বিশেষ বন্ধু, সব্যসাচী চৌধুরীর জন্য। অক্টোবরের শেষে অভিনেতার জন্মদিন ছিল।।সেদিন তিনি তাঁর এবং সব্যসাচীর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, এবং লেখেন, ‘আমার বেঁচে থাকার কারণ।’ হ্যাঁ, একদিকে যেমন তাঁর শেষ পোস্ট, জীবন সব্যসাচীকে ঘিরেই ছিল, তেমনই সব্যসাচীর লড়াই তাঁকে নিয়ে ছিল। এ যেন ভালোবাসার এক নতুন সংজ্ঞা।
ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর আলাপ অভিনেত্রীর প্রথম ধারাবাহিক, ‘ঝুমুর’- এর সেটে। সেখানে তাঁরা মূল চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর যখন ২০২১ সালে ঐন্দ্রিলার দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়ে তখন সব্যসাচী সবসময় তাঁর পাশে ছিলেন। ঐন্দ্রিলা নিজেই একবার দিদি নম্বর ওয়ানের সেটে এসে জানিয়েছিলেন, ‘শারীরিক কষ্ট থাকলেও, ও আমায় মানসিক কষ্ট পেতে দেয়নি।’ সব্যসাচী সবসময় তাঁর বিপদে আপদে ছায়াসঙ্গী হয়ে থেকেছেন। গত ২০ দিন ধরে তিনিও হাসপাতালে পড়ে ছিলেন অভিনেত্রীর সঙ্গে। ঐন্দ্রিলার স্বাস্থ্যের নানান আপডেট তাঁর পোস্ট থেকেই মিলত। তিনি বলেছিলেন, ‘ওকে সঙ্গে করে এনেছি হাসপাতালে, সঙ্গে করে নিয়ে যাব।’ নিয়ে গেলেন, কিন্তু ঐন্দ্রিলার প্রাণহীন দেহটাকে।
ঐন্দ্রিলার চলে যাওয়ার পর সব্যসাচী তাঁর প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেন ফেসবুকে। এমনকি গতকাল ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করে দেন। তারপর আজ প্রোফাইলটাই সরিয়ে দিলেন। কিন্তু অভিনেত্রীর শেষ যাত্রায় তাঁর সঙ্গেই দেখা গেল তাঁর বেঁচে থাকার কারণ, বিশেষ বন্ধুকে।
প্রসঙ্গত, ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। সংকটজনক অবস্থায় তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এতদিন টানা লড়াই চালালেন অভিনেত্রী। কিন্তু গত রাতে তাঁর পর পর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাতেই আরও সংকটজনক অবস্থায় চলে যান অভিনেত্রী। এরপর আজ দুপুরে প্রাণ হারান তিনি।
For all the latest entertainment News Click Here