ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে আর লিখবেন না, প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করলেন সব্যসাচী
‘নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না’, শুক্রবার মধ্যরাতে নেটমাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই শনিবার সন্ধ্যায় নভেম্বর মাসের সমস্ত পোস্ট মুছে দেন তিনি।
এরপরই রবিবার দুপুরে আচমকা খবর আসে, সব লড়াই শেষ। পরিবার, ঘনিষ্ঠ, অনুরগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর। হাসপাতালের বিছানায় টানা ২০ দিনের লড়াই শেষ। রবিবার দুপুর ১২টা ৫৯ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
ঐন্দ্রিলার মৃ্ত্যুর খবর আসার পরই রবিবার নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দিলেন সব্যসাচী চৌধুরী। নিত্যদিন যাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে আপডেট দিতেন, সেই মানুষটাই তো নেই। মায়ার বাঁধন ছেড়ে সে অনেক দূরে। সমস্ত স্মৃতি মুছে দিয়ে সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন সব্যসাচী?
ঐন্দ্রিলা এবং সব্যসাচীর খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সৌরভ দাস। এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, ঐন্দ্রিলাকে হারিয়ে ভেঙে পড়েছেন সব্যসাচী। শোকে কাতর অভিনেত্রীর পরিবারের সদস্যরাও। ঐন্দ্রিলাকে নিয়ে আর কখনও সোশ্যাল মিডিয়ায় কিছু লিখবেন না সব্যসাচী। কারণ যে মানুষটার কথা শুনে লিখতে শুরু করেছিলেন তিনি, সেই ঐন্দ্রিলাই তো আর নেই।
প্রসঙ্গত, এই মুহূর্তে ওয়ার্ক কমিটমেন্টের কারণে থাইল্যান্ডে রয়েছেন সৌরভ। ‘আবার বিবাহ অভিযান’ ছবির শ্যুটিংয়ে বাইরে রয়েছেন তিনি। সেখান থেকেই ঐন্দ্রিলার পরিবার এবং বন্ধু সব্যসাচীর পাশে থাকার চেষ্টা করছেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here