ঐন্দ্রিলাকে নিয়ে খোঁচা, বনির কথায় খচে লাল অঙ্কুশ দিলেন ‘রাগী’ জবাব
সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট অঙ্কুশ আর ঐন্দ্রিলার। বারবার সেখানে ব্রেকআপের কথা। বিয়ে না করা নিয়েও তারকাদের একাধিক প্রশ্নের জবাব দিয়ে চলেছেন নিজস্ব ভঙ্গিতে। কী কেস?
সম্প্রতি একটি গুজব শোনা যাচ্ছে যে তাঁদের মধ্যে নাকি ফাটল ধরেছে। এই সম্পর্ক নাকি আর খুব বেশিদিন টিকবে না। সে যাই হোক, সোমবার দুপুরে যে ভিডিয়োটি শেয়ার করেছেন অঙ্কুশ সেখানে দেখা যাচ্ছে পুলের ধারে আরামে শুয়ে আছেন। হঠাৎ একজন এসে ডাকতেই বলে ওঠেন, দেব না এখন অটোগ্রাফ। পরে সেই ব্যক্তিই দেখায় বনি তাঁকে নিয়ে ভিডিয়ো করেছে। শুধু তাই নয়, সেই ভিড়িয়ো নাকি বিশাল ভাইরাল। সেটা হল বনি সোজাসুজি প্রশ্ন করছেন কেন এতদিন প্রেম করার পরেও ঐন্দ্রিলাকে বিয়েটা করছেন না?
রেগে অঙ্কুশ সোজা ফোন লাগায় বনিকে। বলে, ‘শোন বিয়েটা আমি করব না। কারণ আমার বাজেট নেই। আর যদি করিও তাহলে ডাল-বাটি-চুরমা আর আলু চচ্চড়ি খাওয়াব। যদি রাজি থাকিস তো চলে আসিস।’
ভিডিয়োর শেষে সেই একই কথা ভেসে এল, ‘বিয়ে কেন হচ্ছে না জানা যাবে ১৪ ফেব্রুয়ারি।’ কমেন্ট বক্সে আপাতত মন্তব্যদের ভিড়। সবার একটাই প্রশ্ন, কী ঘোটালা পাকাচ্ছেন দুজনে। সঙ্গে অনুরাগীদের মনেই প্রশ্ন, কবে বিয়ে করছেন ঐন্দ্রিলা আর অঙ্কুশ।
খবর বলছে, এসবই আসলে অঙ্কুশ-ঐন্দ্রিলার পরের সিনেমা লাভ ম্যারেজের প্রোমোশন। ‘ম্যাজিক’-এর পর এই জুটির দ্বিতীয় ছবি ‘লাভ ম্যারেজ’ ট্রেলার সম্ভাবত আসবে ভালোবাসার দিনেই। অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে দেখা যাবে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্যের।
১৩ বছর ধরে ডেট করছেন তাঁরা একে-অপরের সঙ্গে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসবেন জলদি। যদিও সেটা ঠিক কবে, তার উত্তর দেন না কেউই।
এর আগে প্রসেনজিৎ যেমন সিড-কিয়ারার উদ্দেশে প্রশ্ন করেছিলেন, ‘তোরা কি করছিস বলতো?…১৩ বছর ধরে তোরা প্রেম করছিস। বিয়েটা করেছিস নাকি রেজিস্ট্রি করেছিস? আমার সমস্যা হয়ে যাচ্ছে। আমাকে সবাই প্রশ্ন করছে। এরা বিয়ে করছে না কেন? নাকি বিয়ে করে লুকিয়ে রেখেছে! এবার করো, বিয়ের তারিখটা ঘোষণা করো।’
For all the latest entertainment News Click Here