ঐতিহাসিক শতরান করেই জাদেজার মতো তলোয়ার সেলিব্রেশন ওমানের ওপেনারের, জন্ম গুজরাটেই
ঐতিহাসিক শতরানের পর রবীন্দ্র জাদেজার মতো তরোয়াল সেলিব্রেশনে মাতলেন ওমানের কাশ্যপ প্রজাপতি। বৃহস্পতিবার ৫০ ওভার বিশ্বকাপের কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’ পর্যায়ের প্রথম ম্যাচে দুরন্ত শতরান হাঁকান ওমানের ওপেনার। যা আইসিসির কোনও পূর্ণ সদস্য তথা টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ওমানের কোনও ব্যাটারের প্রথম শতরান। আর সেই ঐতিহাসিক শতরানের পরই জাদেজার মতো তরোয়াল সেলিব্রেশন করেন প্রজাপতি। যিনি জাদেজার মতোই গুজরাটে জন্মগ্রহণ করেছেন। ১৯৯৫ সালের ১১ অক্টোবর খেদায় জন্মগ্রহণ করেন। জাদেজার থেকে সাত বছরের ছোট তিনি। বর্তমানে ওমানের হয়ে খেলেন।
আরও পড়ুন: Duleep Trophy 2023: রিঙ্কু সিং পারেননি, দলীপে মাত্র ৭৫ বলে ধ্বংসাত্মক সেঞ্চুরি করলেন KKR-এর এক বোলার
মঙ্গলবার জিম্বাবোয়ের খাড়া করা ৩৩৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই সঙ্গী ওপেনারকে হারান প্রজাপতি। তারপর আকিব ইলাসের সঙ্গে ওমানের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দু’জনের জুটিতে ৮৩ রান ওঠে। ৪৫ রান করে আকিব আউট হয়ে গেলেও জিশান মাকসুদের সঙ্গে ওমানের আশা জিইয়ে রাখেন প্রজাপতি। রিটায়ার্ড হার্ট হয়ে জিশান মাঠ ছাড়ার আয়ান খানের সঙ্গে ছোট্ট জুটি গড়ে ওঠে। তখনই নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় শতরান পূরণ করেন।
আরও পড়ুন: ICC CWC Qualifier 2023: ৫ ম্যাচে তৃতীয় শতরান উইলিয়ামসের, জিম্বাবোয়ের হয়ে দ্রুততম ৪০০০ সিকন্দর রাজার
৩৩.৫ ওভারে সিকন্দর রাজার অফসাইডে ঠেলে এক রান দিতে দৌড়ান প্রজাপতি। এক রান সম্পূর্ণ করেই শূন্যে লাফিয়ে পড়েন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরান এবং আইসিসির পূর্ণ সদস্যের দেশের বিরুদ্ধে ওমানের প্রথম শতরানের পর একেবারেই উচ্ছ্বাস চেপে রাখেননি। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে জাদেজার মতো তলোয়ার সেলিব্রেশন করেন। যে ভিডিয়োয় মজেছেন নেটিজেনরা।
তবে তাঁর সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। পরের ওভারের শেষ বলেই আউট হয়ে যান। বড় শট মারতে গিয়ে বলটা শূন্যে উঠে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে বলটা ফিল্ডারের হাতে যাবে না। কিন্তু পিছন দিক দৌড়ে মিড-উইকেটের কাছে দুর্ধর্ষ ক্যাচ নেন সিকন্দর। তীব্র সূর্যের আলোর কারণে ওই ক্যাচটা আরও কঠিন হয়ে গিয়েছিল। কারণ তাঁর চোখে সরাসরি সূর্যের আলো আসছিল। তা সত্ত্বেও সিকন্দরকে রোখা যায়নি।
সেই দুর্ধর্ষ ক্যাচের ফলে প্রজাপতির দুর্দান্ত ইনিংসের যবনিকা পতন হয়। ৯৭ বলে ১০৩ রান করে আউট হয়ে যান প্রজাপতি। মারেন ১২টি চার। একটি ছক্কাও হাঁকান। স্ট্রাইক রেট ১০৬.১৮। যে উইকেট পড়ার পরই জোরদার ধাক্কা খায় ওমান। প্রজাপতি যদি আরও ১০ ওভার টিকে যেতেন তাহলে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে পারত এশিয়ার দল।
For all the latest Sports News Click Here