ঐতিহাসিক টেস্টের পর পোর্ট অফ স্পেনের মিউজিয়ামে কী মেমেন্টো দিয়ে এলেন কোহলি?
শুভব্রত মুখার্জি: ভারতের চলতি ক্যারিবিয়ান সফরে সবেমাত্র শেষ হয়েছে টেস্ট সিরিজ। ১-০ ব্যবধানে অতি সহজেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ডমিনিকাতে প্রথম টেস্টে ভারত জয় লাভ করেছিল। পোর্ট অফ স্পেনে ভারত জয়ের অবস্থানে থেকেও বৃষ্টির কারণে জয় নিশ্চিত করতে পারেনি। ফলে দ্বিতীয় টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রোহিত বাহিনীকে। গোটা সিরিজে ভারতের হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ডমিনিকাতে অর্ধশতরান করার পরে পোর্ট অফ স্পেনে ও তুলে নেন তাঁর টেস্ট ক্যারিয়ারের আরও একটি শতরান।
ঘটনাচক্রে এই টেস্ট ম্যাচটি ছিল আবার তাঁর ক্যারিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচও। নিজের ক্যারিয়ারের স্পেশাল মুহূর্তকে আরও স্পেশাল বানানোর পরবর্তীতে তাঁর আচরণ হৃদয় ছুঁয়ে গেছে ক্যারিবিয়ান ক্রিকেট ভক্তদেরও। নিজের স্বাক্ষরিত একটি ব্যাট তিনি পোর্ট অফ স্পেনের মিউজিয়ামকে উপহার দিয়েছেন।
ক্যারিবিয়ান সফরে আসার পর থেকেই বিরাটকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতন ছিল। ক্ষুদে ভক্ত থেকে শুরু করে স্থানীয় ক্রিকেটার সকলেই তাঁকে এক ঝলক দেখতে চেয়েছিলেন। বিরাট কোহলির সঙ্গে একবার সেল্ফি তুলতে মুখিয়ে ছিলেন তাঁরা। এমনকি ক্যারিবিয়ান ক্রিকেটার জোশুয়া ডা’সিলভার মা’র সঙ্গে বিরাট কোহলির সাক্ষাৎকারের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেভাবে বিরাট কোহলিকে সামনে পেয়ে আবেগে ভেসে যান জোশুয়া ডা’সিলভার মা তা ছিল দেখার মতন। সেই বিরাট ফের একবার হৃদয় স্পর্শ করলেন ক্যারিবিয়ানদের। পোর্ট অফ স্পেনের আইকনিক মিউজিয়াম যেখানে সারা বিশ্বের নামী দামী ব্যক্তিত্বদের দেওয়া উপহার সংরক্ষিত রয়েছে সেখানেই তিনি তাঁর স্বাক্ষরিত ব্যাটটি উপহার দিলেন।
প্রসঙ্গত এটি বিরাটের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০০তম ম্যাচও ছিল। আর সেই ম্যাচকেই তিনি স্মরণীয় করে রাখলেন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের তাঁর ৭৬তম শতরানটি তুলে নিয়ে। তাঁর টেস্ট ক্যারিয়ারের এটা ছিল ২৯ তম শতরান। ঘটনাচক্রে কিংবদন্তি সচিন তেন্ডুলকরও তাঁর টেস্ট ক্যারিয়ারের ২৯তম শতরানটি পোর্ট অফ স্পেনেই করেছিলেন। কুইন্স পার্ক ওভালে বিরাট ২০৬ বল খেলে করেন ১২১ রান। এর পাশাপাশি ডমিনিকা টেস্টেও তিনি অর্ধশতরান করেছিলেন। ভারত ওই টেস্টে মাত্র এক ইনিংস ব্যাটিং করেছিল।সেই ইনিংসেই ৭৬ রান করেছিলেন বিরাট কোহলি। ২০১৮ সালের পরে পাঁচ বছর বাদে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে ফের একবার শতরান করেন বিরাট কোহলি।
For all the latest Sports News Click Here